সিলেটের কাছে হেরে শেষ হলো খুলনার বিপিএল
দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল জিতে যাওয়ায় আগেই বিদায় নিশ্চিত হয়েছিল খুলনার। তবে নিজেদের ম্যাচে জিতে মাথা উঁচু করে বিপিএল শেষ করার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে সেটি আর হয়নি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেটের কাছে ছয় উইকেটে হেরেছে খুলনা টাইগার্স।
একে তো গুরুত্বহীন এক ম্যাচ, তার ওপর লো স্কোরিং। সবমিলিয়ে বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হলো অনেকটাই ম্যাড়ম্যাড়ে। তাতে খুলনাকে হারিয়ে তাদের সমান ১০ পয়েন্ট অর্জন করেছে সিলেট। দুই দলেরই আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার খেলে আট উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান তোলে খুলনা। জবাবে দুই ওভার বাকি থাকতেই চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। ইয়াসির আলী অপরাজিত থাকেন ৪৩ বলে ৪৬ রান করে। নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৩৯ রান।
টস হেরে ব্যাট করতে নামা খুলনার ইনিংসে একমাত্র আফিফ হোসেইনের যা অবদান তার সামান্যটুকুও ছিল না অন্যদের। এই বাঁহাতি ব্যাটসম্যান ইনিংস উদ্বোধন করতে নেমে খেলেছেন ৩৫ বলে ৫২ রানের ইনিংস, মেরেছেন তিনটি চার ও চারটি ছক্কা। খুলনার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান ওয়েইন পার্নেলের।
সিলেটের বেনি হাওয়েল ১৫ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। তানজিম হাসান সাকিব ও শফিকুল ইসলাম পেয়েছেন দুটি করে উইকেট। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটরে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।