বিপিএল প্রসঙ্গে হাথুরুসিংহের সঙ্গে একমত চট্টগ্রামের অধিনায়ক
ঘরোয়া যেকোনো টুর্নামেন্টের জন্মই হয় দেশি ক্রিকেটারদের মান উন্নয়নে। একই উদ্দেশ্যে যাত্রা শুরু হয় টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। কিন্তু ঘরোয়া এই আসরটি সেই উদ্দেশ্য পূরণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন চান্দিকা হাথুরুসিংহে। জাতীয় দলের প্রধান কোচ মনে করেন, বিপিএল দিয়ে দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতি না হওয়ায় আরও একটি টুর্নামেন্ট প্রয়োজন। এ বিষয়ে লঙ্কান এই কোচের মন্তব্যকে যথার্থ বললেন বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।
জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা সেভাবে টি-টোয়েন্টি খেলার সুযোগ পান না। বেশিরভাগ সময় ধরে চলে প্রথম শ্রেণি ও ৫০ ওভারের টুর্নামেন্ট। বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয় না, হলেও সেসব নামমাত্র। তাই প্রস্তুতি নিয়ে বিপিএল খেলা সম্ভব হয় না বলে জানান শুভাগত। জাতীয় দলের কোচের মতো আরেকটি টুর্নামেন্ট চান ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারও।
আরেকটি টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে হাথুরুসিংহের মন্তব্য নিয়ে জানতে চাইলে শুভাগত বলেন, 'অবশ্যই, আমি শতভাগ একমত। বিপিএল যখন খেলি, আমরা হয়তো সেভাবে প্রস্তুতি নিতে পারি না। সারা বছর হয়তো প্রথম শ্রেণির ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ খেলি। কিন্তু টি-টোয়েন্টিতে বিপিএলের মতো টুর্নামেন্টে খেলার জন্য আগে আরেকটা টুর্নামেন্ট যদি খেলে আসতে পারি, দেশি খেলোয়াড়দের জন্য সেটা ভালো। ওই টুর্নামেন্টে যারা ভালো খেলব, তারা এখানে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে।'
এরপরও অবশ্য বিপিএলকে স্থানীয় ক্রিকেটারদের জন্য সুযোগ হিসেবেই দেখেন চট্টগ্রামের প্লেঅফে ওঠার দৌড়ে নেতৃত্বে থাকা শুভাগত। তার ভাষায়, 'আমরা খেলোয়াড়রা সুযোগ পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে এটা আসলে আমাদের অংশ (বিপিএলের মান) না। বোর্ডের সাথে তাদের কী কমিটমেন্ট আছে, সেটা তাদের ব্যাপার। এটা আমাদের জন্য ভালো সুযোগ, খেলোয়াড়দের জন্য ভালো। আন্তর্জাতিক ক্রিকেট খেললে ইতিবাচকই হবে আমাদের জন্য।'
উইকেট নিয়ে বিপিএলের প্রতি আসরেই আলোচনা থাকে। সিলেট ও চট্টগ্রামে রান হলেও মিরপুরে হয় লো-স্কোরিং ম্যাচ। পুরনো চাওয়া আরও একবার মনে করালেন শুভাগত, 'টি-টোয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেট ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেরকম উইকেট হয়তো আমরা পাইনি। চট্টগ্রাম, সিলেটে যেমন উইকেট ছিল, সবাই হাই-স্কোরিং ম্যাচই দেখেছে। এ রকম উইকেটই আশা করি। রান হবে, বোলার-ব্যাটসম্যান সবাই সুবিধা পাবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা, আমরাও এটা আশা করি।'
লিগ পর্বের ১২ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লেঅফে ওঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটর ম্যাচে ২৬ ফেব্রুয়ারি মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে তারা। প্লেঅফ বলে এই ম্যাচ শুভাগতর কাছে বিশেষ কিছু নয়, তার কাছে সব ম্যাচই সমান গুরুত্বের, 'প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ নকআউটের মতো খেলেই আমরা প্লে-অফে এসেছি। এটাও আরেকটা দিনের মতো ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব। যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমরা চাইব ভালো খেলে পরের ম্যাচটা নিশ্চিত করতে।'