বিপিএলের প্রাইজমানি: চ্যাম্পিয়নসহ ব্যাটে-বলে সেরারা পাবেন কতো টাকা
বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ, ক্রিকেটার কিনতে অর্থের ঝনঝনানি, চ্যাম্পিয়ন প্রাইজমানি, সম্প্রচারের মান; সব মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম আসর দিয়ে তাক লাকিয়ে দিয়েছিল আয়োজকরা।
ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব পাওয়ার লড়াই, ক্রিকেটারদের নিলাম, উদ্বোধনী অনুষ্ঠানও ছিল বিশ্ব মানের। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানে ভাটা পড়ে, রং হারায় বিপিএল। এর প্রভাব পড়ে প্রাইজমানি, টুর্নামেন্ট সেরার পুরস্কারেও। প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরাকে পুরস্কার হিসেবে গাড়ি দেওয়া হয়।
২০২২ বিপিএল পর্যন্তও প্রাইজমানি নিয়ে অনেক সমালোচনা ছিল। তবে গতবার বাড়ানো হয় অর্থ পুরস্কার। এবারও একই পরিমাণ প্রাইজমানি রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা, রানার্স আপরা পাবে এক কোটি টাকা। টুর্নামেন্ট সেরাকে দেওয়া হবে ১০ লাখ টাকা।
ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার তিন লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা। এই পুরস্কার জেতার লড়াইয়ে এগিয়ে আছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৪ ইনিংসে ৪৫৩ রান নিয়ে সবার ওপরে অভিজ্ঞ এই ওপেনার। এই লড়াইয়ে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়ও। ডানহাতি এই ব্যাটসম্যান ১৩ ইনিংসে ৪৪৭ রান করেছেন।
সর্বোচ্চ উইকেট শিকারীও পাবেন পাঁচ লাখ টাকা। আসর থেকে বাদ পড়া দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলামের এই পুরস্কার জেতা অনেকটাই নিশ্চিত। ২২ উইকেট নিয়ে সবার ওপরে বাঁহাতি এই পেসার। তার আশেপাশে থাকা কোনো বোলারের দলই আসরে টিকে নেই। সাকিব আল হাসানের উইকেট ১৭টি, কিন্তু তাদের দল রংপুর বিদায় নিয়েছে। বরিশালের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের উইকেট ১৪টি। ফাইনালে শরিফুলকে ধরতে তার ৮ উইকেট দরকার, যা প্রায় অসম্ভব।