‘জবাব দিতে হবে ভাবলে হয়তো ভালো করতে পারতাম না’
প্রায় দেড় মাসের লড়াই শেষে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। বিপিএলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল দলটি।
বরিশালকে শিরোপা জেতানোর পথে ব্যাট হাতে প্রায় সব ম্যাচেই রান করেছেন অধিনায়ক তামিম। দল জিতেছে শিরোপা, নিজে হয়েছেন টুর্নামেন্ট সেরা। টুর্নামেন্ট সেরা হিসেবে ১০ লাখ পুরস্কার পেয়েছেন তামিম। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন।
সর্বোচ্চ রান সংগ্রাহকের পাঁচ লাখ টাকাও গেছে বরিশাল অধিনায়কের পকেটে। ১৫ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.১৪ গড় ও ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করেছেন অভিজ্ঞ এই ওপেনার। যা বিপিএলের নির্দিষ্ট আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
অধিনায়ক হিসেবে বরিশালকে চ্যাম্পিয়ন করার পর সংবাদ সম্মেলনে আসেন তামিম। সেখানে বিভিন্ন প্রশ্নের মধ্যে এই বাঁহাতি ব্যাটসম্যানের কাছে জিজ্ঞাসা ছিল- অবসর থেকে ফিরে আসা, জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়া, বিশ্বকাপ দলে না থাকাসহ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন সেসবের জবাব এই বিপিএল দিয়ে দিয়েছেন কিনা। তামিম বললেন, তেমন কিছুই নয়, 'যদি এভাবে ভাবতাম যে জবাব দিতে হবে, তাহলে হয়ত ভালো করতে পারতাম না। আমি জিনিসটাই ভাবি নাই যে জবাব দিতে হবে। আমার ক্যারিয়ার যদি তিন বছরের হতো তাহলে চিন্তা করতাম জবাব দিতে হবে। আমি কি করেছি না করেছি সবাই দেখেছে।'
অন্য যেকোনো কিছুর চেয়ে দলই যে তামিমের কাছে সবার আগে, সেটিও বুঝিয়ে দিলেন বরিশাল অধিনায়ক, 'আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলো একটা ভালো পরিবেশ তৈরি করা। দলের পরিবেশ খুব ভালো ছিলো। আমাদের দলের পরিবেশ ছিল অবিশ্বাস্য। বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষ ছিল। আমরা প্লে অফে আসতে পারব কি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারনে এটা করতে পেরেছি।'