ভুটানকে গুঁড়িয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বের তিন ম্যাচেই জিতে অপরাজিত থেকেই ফাইনালের প্রস্তুতি সারল সাইফুল বারী টিটুর দল।
আগামী পরশু ১০ মার্চ আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আরেকটি বয়সভিত্তিক নারী সাফ জয়ের সুযোগ রয়েছে লাল-সবুজের দলের।
বিশ্রাম দেওয়ার সুযোহ থাকা সত্ত্বেও টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আনেননি বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। নেপাল ও ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের একাদশকেই ভুটানের বিপক্ষে খেলিয়েছেন বাংলাদেশ কোচ।
আর তাতে জয়ও এসেছে বড়। সুরভী করেছেন জোড়া গোল। একটি করে গোল এসেছে ফাতিমা, ক্রানুচিং, থুইনুই ও সাথীর পা থেকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচ গোল এসেছে সুরভীর কাছ থেকেই।