চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি সিটি-রিয়াল, বার্সা-পিএসজি
হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র। জিভে জল আনা সব ম্যাচ দেখা যাবে এবারের আসরের কোয়ার্টার ফাইনালে। এপ্রিলের ৯-১০ হবে প্রথম লেগ, দ্বিতীয় লেগ হবে ১৬ ও ১৭ এপ্রিল।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। জাভির বার্সেলোনার প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের পিএসজি।
এছাড়া অ্যাটলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। আরেক কোয়ার্টার ফাইনালে আর্সেনাল খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
সেমি-ফাইনালের লাইনআপও ঠিক হয়ে গেছে একইদিনে। সিটি-রিয়াল ম্যাচের বিজয়ী খেলবে আর্সেনাল-বায়ার্ন ম্যাচের জয়ীর সঙ্গে। অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-পিএসজি ও অ্যাটলেতিকো-ডর্টমুন্ড ম্যাচের বিজয়ীরা।