পন্তের ফেরার ম্যাচে পাঞ্জাবের কাছে দিল্লির হার
জয় দিয়ে আইপিএল মিশন শুরু করল পাঞ্জাব কিংস। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটাসলকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা। দিল্লির দেওয়া ১৭৫ রানের লক্ষ্য চার বল হাতে রেখে টপকে যায় পাঞ্জাব।
এই ম্যাচ দিয়ে প্রায় নয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন রিশভ পন্ত। দুর্ঘটনায় চোট পাওয়ার পর এই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান বিশ্বকাপে অংশ নিতে পারেননি। তবে নিজের ফেরার ম্যাচে পন্ত খুব একটা সুবিধা করতে পারেননি, তার দল দিল্লিও হেরেছে পাঞ্জাবের কাছে।
আগে ব্যাট করে ২০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে দিল্লি। যা তাড়া করতে নেমে চার নাম্বারে নামা স্যাম কারেনের ঠান্ডা মাথার ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।
ইংলিশ অলরাউন্ডার কারেন ৪৭ বলে ছয় চার ও এক ছয়ে ৬৩ রান করেন। শেষদিকে আরেক ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ২১ বলে দুই চার ও তিন ছয়ে করা অপরাজিত ৩৮ রান পাঞ্জাবের জয় নিশ্চিত করে।
এদিকে আগে ব্যাট করা দিল্লির দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ভালো শুরু করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। মার্শ ২০ ও ওয়ার্নার ২৮ রান করে আউট হন। দিল্লির ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান এসেছে শাই হোপের ব্যাট থেকে।
তবে ইনিংসের শেষের দিকে অভিষেক পরেলের মাত্র ১০ বলে চারটি চার ও দুটি ছয়ে করা ৩২ রানের ক্যামিও দিল্লির সংগ্রহকে নিয়ে যায় ১৭৪ এ। তবে শেষ পর্যন্ত এই রান যথেষ্ট হয়নি।