টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক রোনালদোর, আবহার জালে আল-নাসেরের আট গোল
পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসেরও পেয়েছে বিশাল এক জয়। আবহাকে তাদেরই মাঠে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে রোনালদোর দল।
কদিন আগেই পর্তুগালের হয়ে ভালো খেলতে না পারায় সমালোচনার স্বীকার হয়েছেন রোনালদো। বয়স ৩৯ হলেও তিনি যে এখনও কার্যকরী, সেটি বুঝিয়ে দিয়েছেন পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে।
এই হ্যাটট্রিকে সিআর সেভেনের ক্যারিয়ার হ্যাটট্রিক দাঁড়াল ৬৫টিতে। বয়স ৩০ পেরোনোর পর এসেছে ৩৪টি হ্যাটট্রিক। অর্থাৎ, বয়স যে পর্তুগিজ মহাতারকার কাছে নিছকই সংখ্যা, সেটি প্রমাণিত।
আবহার বিপক্ষে রোনালদোর গোল তিনটি এসেছে ম্যাচের ১১, ২১ ও ৪১ মিনিটে। আল-নাসের গোল করেছে আরও পাঁচটি। তবে এই জয়েও শীর্ষে থাকা আল-হিলালের সঙ্গে ব্যবধান কমেনি রোনালদোদের।
২৬ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল-নাসের। সমান ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। সৌদি লিগের ম্যাচ বাকি আছে আর মাত্র আটটি।