রান পাহাড় গড়ে দিল্লিকে গুঁড়িয়ে দিল কলকাতা
অল্পের জন্য সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড ভাঙতে পারল না কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলেই কদিন আগে টুর্নামেন্টের ১৭ বছরের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান তুলেছিল প্যাট কামিন্সের দল। আজ দিল্লির বিপক্ষে কলকাতা থেমেছে ২৭২ রানে।
তবে হায়দরাবাদের রেকর্ডের খুব কাছে গিয়ে ভাঙতে না পারলেও দিল্লিকে বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা। যেখানে রেকর্ড গড়ার পরও মুম্বাই ইন্ডিয়ান্সকে মাত্র ৩১ রানে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। রিশভ পন্তের দলকে ১০৬ রানের ব্যবধানে উড়িয়ে দিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।
টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ২৭২ রানের পাহাড় গড়ে কলকাতা। বলা বাহুল্য, আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ঝড়ের শুরুটা করেন সুনিল নারিন, পরে তাতে যোগ দিয়েছেন আঙ্ক্রিশ রাঘুভানসি ও আন্দ্রে রাসেল। সাত চার ও সমান সংখ্যক ছক্কায় মাত্র ৩৯ বলে ৮৫ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে নামা নারিন।
এরপর মাত্র ১৮ বছর বয়সী রাঘুভানসিও তুলে নেন হাফ সেঞ্চুরি। ২৭ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৫৪ রান করেন তিনি। ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান রাসেলের ব্যাট থেকে আসে চারটি চার ও তিন ছয়ে ১৯ বলে ৪১ রান। রিঙ্কু সিং মাত্র আট বলে করেছেন ২৬ রান।
জবাবে ব্যাট করতে নামা দিল্লি সবসময়ই কেবল হারের ব্যবধান কমাতেই লড়েছে। মাত্র ৩৩ রানে চার উইকেট হারানোর পর দলটি শেষপর্যন্ত ১৬৬ রান পর্যন্ত যেতে পেরেছে অধিনায়ক রিশভ পন্তের ২৫ বলে ৫৫ ও ট্রিস্টান স্টাবসের ৩২ বলে ৫৪ রানের ইনিংসের সৌজন্যে। যদিও সেগুলো দিল্লিকে বড় হার থেকে রক্ষা করতে পারেনি।