ছক্কা নাকি আউট, এই দ্বন্দ্বে খেলা বন্ধ
ছক্কা নাকি আউট; এই দ্বিধায় তখন খেলা বন্ধ, এভাবে কেটে গেল মিনিট দশেক। শেষ পর্যন্ত সুরাহা মিললো, যদিও নিশ্চিত হতে পারলেন না কেউ-ই। একপ্রকার অনুমান থেকেই মুশফিকুর রহিমকে আউট ঘোষণা করলেন আম্পায়ার। যদিও বিসিবির সম্প্রচারিত ইউটিউব চ্যানেলের রিপ্লেতে দেখা গেল আউট হননি মুশফিক, দারুণ ক্যাচ নিলেও ডাইভ দিয়ে ওঠার সময় আবু হায়দার রনির পা বাউন্ডারি রোপ ছুঁয়ে ফেলেছে।
বলা যায়, ছক্কা মেরেও আউট হয়েছেন মুশফিক। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।
মোহামেডানের দেওয়া ৩১৮ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করছিল প্রাইম ব্যাংক, তখন ৩৩.৪ ওভারের খেলা চলে। স্পিনার নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারি টেনে উড়িয়ে মারেন মুশফিক। ডিপ মিড উইকেটে থাকা মোহামেডানের পেসার আবু হায়দার অনেকটা দৌড়ে লাফিয়ে অসাধারণ দক্ষতায় ক্যাচ নেন। এ সময় তার পা বাউন্ডারি রোপ ছোঁয়, যদিও তা খেয়াল করেন তিনি। ডাইভ দিয়ে উঠেই দৌড় শুরু করেন, উল্লাসে মাতেন আবু হায়দার।
শুরু হয় মোহামেডানের উইকেট উদযাপন। আউট ভেবে সাজঘরের পথে হাঁটা ধরেন ১২ বলে ১০ রান করা মুশফিক। কিন্তু একটু পরই তাকে থামান মাঠের আম্পায়ার, সীমানা ঘেঁষে ভেতরে অপেক্ষা করতে থাকেন তিনি। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে আম্পায়ার করতে নামা সাথিরা জাকির জেসি ও আরেক অনফিল্ড আম্পায়ার এআইএম মনিরুজ্জামান তখন নিজেদের মধ্যে কথা বলছিলেন।
এভাবে কয়েক মিনিট পার হয়, এরপর মুশফিকুর রহিমের দিকে এগিয়ে যান মনিরুজ্জামান। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। এ সময় সীমানার ঠিক বাইরে থাকা প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা বিসিবির ইউটিউব চ্যানেল থেকে ক্যাচের ওই দৃশ্য রিপ্লতে বারবার দেখে আম্পায়ারদের উদ্দেশ্যে কিছু বলছিলেন। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও ফোনে দৃশ্যটি দেখছিলেন।
প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার নেই, টিভি রিপ্লেরও ব্যবস্থা নেই। তাই নির্দিষ্ট ঘটনা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়ার মতো দায়িত্বশীল কেউ নেই কোনো ভেন্যুতেই। অনেক সময় অনুমাননির্ভর সিদ্ধান্ত দেওয়া হয়। এটারই যেন শিকার হলেন মুশফিক। ক্যাচ নিয়ে আবু হায়দারের পা বাউন্ডারি রোপ ছুঁলেও তাকে ফিরতে হলো আউট হয়ে।
যেহেতু প্রযুক্তির ব্যবহার নেই, এসব ক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত দেওয়া হয়? এমন প্রশ্নের উত্তরে এই ম্যাচের রেফারি ও ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটির সদস্য রকিবুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রিমিয়ার লিগের ম্যাচ বিসিবির চ্যানেলে যেটা টেলিকাস্ট হচ্ছে, এটা টিভি টেলিকাস্ট নয়। এসব ক্ষেত্রে ফিল্ডার কী বলছেন, সেটা শোনা হয়। ফিল্ডারের সঙ্গে কথা বলে আম্পায়ার যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত।'