লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট
জানুয়ারিতেই জুর্গেন ক্লপ জানিয়ে দিয়েছিলেন, লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়ছেন তিনি। এরপর নতুন কোচের সন্ধানে নামে ইংলিশ জায়ান্টরা। প্রথমে জাবি আলন্সোকে প্রধান লক্ষ্য বানায় অলরেডরা।
বায়ার লেভারকুসেনকে তাদের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতানো জাবি জানিয়ে দেন, তিনি আরও এক মৌসুম জার্মান ক্লাবটিতেই থাকছেন। এতে লিভারপুলের আশাভঙ্গ হয়। এরপর তারা নজর দেয় পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের দিকে।
কিন্তু স্পোর্টিং লিসবন কোচের সেভাবে যোগাযোগ করেনি লিভারপুল। ৩৯ বছর বয়সী আমোরিমকে কোচ বানাতে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে ওয়েস্ট হাম। ফলে লিভারপুলের হাতে খুব বেশি বিকল্প ছিল না।
ইংলিশ গণমাধ্যম ও নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, লিভারপুলের নতুন কোচ হতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন আর্নে স্লট। এই ডাচ কোচ বর্তমানে আছেন ফেইনুর্দে। গণমাধ্যমের খবর অনুযায়ী, জুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হতে লিভারপুলের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে ৪৫ বছর বয়সী স্লটের।
২০২১ থেকে ফেইনুর্দের দায়িত্বে স্লট। ৪৫ বছর বয়সী ডাচ কোচের অধীনে গত মৌসুমে লিগ শিরোপা ইরেদিভিসি জিতেছিল ক্লাবটি। যা ১৯৯৯ এর পর তাদের প্রথম লিগ শিরোপা।
এ মৌসুমেও তারা আছে দুর্দান্ত ছন্দে। ৩৪ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসভি আইন্দোফেন।