প্রিমিয়ার লিগে আম্পায়ার হিসেবে জেসিকে ‘যোগ্য’ মনে করেন না সুজন
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সাথিরা জাকির জেসির আম্পায়ারিং নিয়ে ওঠা বিতর্ক যেন শেষই হচ্ছে না। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু জানান, জেসির অধীনে খেলতে নাখোশ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিতর্কের শুরুটা এখান থেকে, যা গড়িয়েছে অনেকটা পথ।
এবার খালেদ মাহমুদ সুজন জানালেন, জেসির অভিজ্ঞতা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করার মতো নয়। অন্যভাবে বললে, নারী এই আম্পায়ারকে প্রিমিয়ার লিগের ম্যাচে দায়িত্ব পালনে যোগ্য মনে করেন না বিসিবি পরিচালক ও আবাহনী লিমিটেডের প্রধান কোচ। সোমবার মিরপুরের একাডেমির মাঠে আবাহনীর অনুশীলন শেষে এমন মন্তব্য করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
জেসিকে নিয়ে দুই দলের নাখোশ থাকার কথা টিবিএসসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমকে বলেছেন ইফতেখার আহমেদ। তিনি জানান ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে এমন তথ্য পেয়েছেন তিনি। যদিও সিসিডিএমের প্রধান সালাউদ্দিন চৌধুরী টিবিএসকে জানান, তার কাছে এমন কোনো আপত্তি জায়নি ক্লাব দুটির পক্ষ থেকে। মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটোও একই তথ্য দেন।
ক্লাব দুটি আপত্তি না জালালেও প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করার ক্ষেত্রে জেসিকে 'অনভিজ্ঞ' মনে করেন খালেদ মাহমুদ। তার ভাষায়, 'বড় খেলায় আমি সব সময় মনে করি আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে, মাঠের চাপটা কিন্তু অনেক বড়। যদিও এখানকার ক্রিকেটে আবাহনী-মোহামেডানের ম্যাচের সেই চাপ নেই। তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের সম্মান থাকে।'
আম্পায়ার হিসেবে জেসিকে লেটার মার্কই দিয়েছেন খালেদ মাহমুদ। কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচে দায়িত্ব পালনে তার অভিজ্ঞতা যথেষ্ট নয়। বিসিবির এই পরিচালক বলেন, 'যিনি আম্পায়ারিং করেছেন, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সব মিলিয়ে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে অবশ্যই। কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের এতো বড় ম্যাচে করার মতো।'
দেশে অভিজ্ঞ আম্পায়ার থাকার পরও মোহামেডান-প্রাইম ব্যাংকের মতো বড় ম্যাচে জেসিকে কেন দায়িত্ব দেওয়া হবে, প্রশ্ন খালেদ মাহমুদের। তার ভাষায়, 'যদি আমার মত দিই, আমার মতে প্রিমিয়ার লিগের এতো বড় একটা চাপের ম্যাচের ক্ষেত্রে আরেকটু বিচক্ষণ হতে হবে, আম্পায়ারিং কারা করছে দেখতে হবে। আমাদের দেশে এতো অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে, আমি জানি না।'
অভিজ্ঞতার প্রশ্নে অবশ্য জেসিকে এগিয়ে রাখেন ইফতেখার আহমেদ। তিনি বলেছেন, 'জেসি অনভিজ্ঞ হয় কীভাবে। সে ইমার্জিং এশিয়া কাপে আম্পায়ারিং করেছে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে করেছে, যা আন্তর্জাতিক ম্যাচ। দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ; সবখানেই দায়িত্ব পালন করেছে। অনভিজ্ঞ বলার সুযোগ কোথায়। আইসিসির আন্তর্জাতিক প্যানেলের অনুমোদিত আম্পায়ার সে, আপনি আর কী চান তাহলে!'