স্মিথ-ম্যাকগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের জায়গা হবে না তা অনুমান করাই যাচ্ছিল। কিন্তু আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের না থাকাটা অনেকটা চমকই বটে।
৩৪ বছর বয়সী স্মিথ চলতি আইপিএলে দল পাননি। অন্যদিকে ২১ বছর বয়সী ফ্রেজার ম্যাকগার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে ঝড় বইয়ে দিচ্ছেন বোলারদের ওপর। কিন্তু একই জায়গায় এসে মিলে গেছে দুজনের ভাগ্য। কেউই জায়গা পাননি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।
২২ বছর বয়সী ম্যাকগার্ক গত অক্টোবরে লিস্ট 'এ' ক্রিকেটে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে রীতিমতো হইচই ফেলে দেন। এটিই স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড। সর্বশেষ বিগ ব্যাশে ১৫৮.৬৪ স্ট্রাইকরেটে এই ডানহাতি ব্যাটসম্যান।করেছেন ২৫৭ রান।
গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দুই ম্যাচ ৫১ রান করেছেন ২২১.৭৩ স্ট্রাইকরেটে। চলতি আইপিএলে ছয় ইনিংসে তিন হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৫৯ রান, সঙ্গে ২৩৩.৩৩ স্ট্রাইক রেট। এরপরেও জায়গা পাননি এই ডানহাতি ব্যাটসম্যান।
যদিও আগামী ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। আগামী ৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। 'বি' গ্রুপে তাদের সঙ্গে আছে ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলঃ
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।