মারা গেছেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ মেনোত্তি
রক্তস্বল্পতা ও বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে মাস খানেক ধরে হাসাপাতালে ছিলেন। নানা রোগে ভুগছিলেন আরও আগে থেকেই। এবার থেমে গেল লড়াই, আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ লুইস মেনোত্তি পাড়ি জমালেন না ফেরার দেশে। সোমবার মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মেনোত্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর জানিয়ে এএফএ লিখেছে, 'আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তির মৃত্যুর খবর জানাচ্ছে। বিদায় প্রিয় ফ্লাকো!'
মেনোত্তির কোচিংয়ে দীর্ঘদিনের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনা ফুটবল দলের, ১৯৭৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে আলবিসেলেস্তেরা। পরের বছর বয়সভিত্তিক ফুটবলেও আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন তিনি, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও শিরোপা জেতে দেশটি।
এই বিশ্বকাপ দিয়েই নিজের আগমনী বার্তা জানান দেন দিয়েগো ম্যারাডোনা। যদিও আর্জেন্টাইন এই ফুটবল বিস্ময়ের সামর্থ্য আরও আগেই বুঝেছিলেন মেনোত্তি। তাই তো ১৬ বছর বয়সেই আর্জেন্টিনা দলে ম্যারাডোনাকে খেলান প্রথম বিশ্বকাপ জিতেয়ে লাতিন অঞ্চলের দেশটিতে চিরস্মরণীয় হয়ে ওঠা এই কোচ।
১৯৩৮ সালে লিওনেল মেসির শহর রোজারিওতে জন্ম মেনোত্তির। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন স্ট্রাইকার। ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১টি ম্যাচ খেলেন তিনি, গোল করেন ২টি। রোসারিও সেন্ত্রালের হয়ে তার ক্লাব ক্যারিয়ার শুরু হয় ১৯৬০ সালে, এই ক্লাবে তিন বছর খেলেন মেনোত্তি। এরপর আরও পাঁচটি ক্লাবে সাত বছর খেলেন তিনি, তবে নিয়মিত খেলা হয়নি তার।
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ১৯৭০ সালে নাম লেখান কোচিংয়ে। নিওয়েলস ওল্ড বয়েজ দিয়ে কোচিং শুরু করা মেনোত্তি ২০০৭ সাল পর্যন্ত কোচিং করান। ৩৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১২টি ক্লাব ও দুটি জাতীয় দলে কোচিং করিয়েছেন তিনি। ১৯৭৪ থেকে ১৯৮৩; ৯ বছর নিজ দেশ আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা মেনোত্তি মেক্সিকো জাতীয় দলকে সামলান ১৯৯১-৯২ সালে।
খেলোয়াড়ি জীবনে যে ক্লাব দিয়ে শুরু হয় মেনোত্তির, ২০০২ সালে সেই রোজরিও সেন্ট্রালের কোচ হন তিনি। আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে কোচের দায়িত্ব পালন করেছেন মেনোত্তি। তার কোচিং করা বেশিরভাগ ক্লাবই আর্জেন্টিনার ও মেক্সিকোর। তবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা ছিল তার। ১৯৮৩-৮৪ সালে বার্সেলোনা ও ১৯৮৭-৮৮ সালে আতলেতিকোর কোচের ভূমিকায় ছিলেন মেনোত্তি।
মেনোত্তির মৃত্যুতে শোক জানিয়ে লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আর্জেন্টিনার ফুটবলের অন্যতম গ্রেট আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান।' আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি লিখেছেন, 'ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন। সেই সব স্নেহ সঞ্চারক কথার জন্য ধন্যবাদ, যার মাধ্যমে আপনি আমাদের মনে ছাপ রেখে গেছেন। চিরকাল হৃদয়ে থাকবেন প্রিয়।'