কবে বিদায় বলবেন, জানালেন অ্যান্ডারসন
অবশেষে অবসরের ঘোষণা দিলেন জেমস অ্যান্ডারসন। সামনের গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন এই কিংবদন্তি ইংলিশ পেসার।
অ্যান্ডারসন সামনের জুলাইয়ে পূর্ণ করবেন ৪২ বছর। ২০০৩ সালে টেস্ট অভিষেক হওয়ার পর গেল ২১ বছরে ১৮৭টি টেস্ট খেলেছেন তিনি। যা শচীন টেন্ডুলকারের ২০০ টেস্ট খেলার পর ইতিহাসেরই দ্বিতীয় সর্বোচ্চ।
এই ১৮৭ টেস্টে ৭০০ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়েছেন এই ডানহাতি ইংলিশ পেসার। ইনিংসে চার ও পাঁচ উইকেট নিয়েন সমান ৩২ বার করে। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনবার। তার ইনিংস সেরা বোলিং ৪২ রান দিয়ে সাত উইকেট শিকার।
আগামী জুলাইয়ের ১০ থেকে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ খেলেই অ্যান্ডারসন বিদায় নিচ্ছেন টেস্ট ক্রিকেট থেকে। আগেই অন্য দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন ৪১ বছর বয়সী ইংলিশ এই পেসার। লর্ডসেই টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল অ্যান্ডারসনের, সেখানেই শেষ করছেন নিজের ক্যারিয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে অ্যান্ডারসন লিখেছেন, 'গত ২০ বছর ধরে আমার স্বপ্নকে ধারণ করতে পেরে ভীষণ গর্বিত। ইংল্যান্ডের হয়ে খেলা মিস করব, তবে অন্যদেরকেও জায়গা করে দিতে হবে। তাই এটিই শেষ করার সেরা সময়।'