১১ কোটি টাকায় বিক্রি হলো মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন
এক খন্ড টিস্যু পেপার বা ন্যাপকিনের দাম সর্বোচ্চ টাকা হওয়া সম্ভব? যদি বলা হয়, বাংলাদেশি মুদ্রায় সেটি প্রায় ১১ কোটি টাকা হতে পারে, তাহলে চোখ কপালে উঠতে বাধ্য। অবশ্য ন্যাপকিনটি যদি হয় লিওনেল মেসির সঙ্গে জড়িত, তাহলে দাম জানলে অবাক হওয়ার থাকবে না।
নিলামে ওঠানো হয়েছিল সেই বিখ্যাত ন্যাপকিন পেপারটি, যেটিতে লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে তার প্রথম চুক্তিপত্র সম্পন্ন করেছিলেন।
নিলামকারীরা আশাবাদী ছিলেন, এই ন্যাপকিনের টুকরার দাম উঠবে সাড়ে ছয় লাখ ডলারের মতো। কিন্তু যা দাম উঠেছে, তা প্রত্যাশা ছাপিয়ে গেছে।
গত ১৮ মার্চ মেসির সেই ন্যাপকিন পেপার নিলামে তোলা হয়। নিলাম যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস এই নিলাম আয়োজন করে । এর আগে নিউইয়র্কে এই ন্যাপকিন পেপারের প্রদর্শনী চলছে। নিউইয়র্কের পর প্যারিস ও লন্ডনেও এর প্রদর্শনী হয়। তারপর এটি তোলা হয় নিলামে।
ন্যাপকিন পেপারের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির কাতার বিশ্বকাপের ব্যবহার করা ছয়টি জার্সি নিলামে ৭৮ লাখ ডলার বা প্রায় ৮৬ কোটি টাকায় বিক্রি হয়েছ। এবার ন্যাপকিন পেপারটি বিক্রি হলো প্রায় এক মিলিয়ন ডলার বা ১১ কোটি টাকা মূল্যে।