টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি
ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি, প্রথম দল হিসেবে টানা চার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড এখন পেপ গার্দিওলার দলের। আজ ঘরের মাঠে লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হামকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়েছে সিটিজেনরা।
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। কেন তিনি সেরা, সেটি আজ আরেকবার দেখালেন এই সিটি তারকা। তার জোড়া গোলেই সিটির জয়ের রাস্তা সুগম হয়েছে। নিজেদের ম্যাচ জিতেও তাই লাভ হয়নি আর্সেনালের।
ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের ম্যাচ জিতলেই চলত সিটির। সেই কাজটি গার্দিওলার দল করেছে দক্ষতার সঙ্গেই। কারণ, এমন পরিস্থিতি তো আর নতুন নয় ডি ব্রুইনা-রদ্রিদের কাছে। ম্যাচের মাত্র ৯০ সেকেন্ডেই ফোডেনের বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে এগিয়ে যায় সিটি। গার্দিওলার দল দ্বিতীয় গোলটিও পেয়ে যায় ১৮ মিনিটেই। এবারও গোলদাতা ফোডেন।
ম্যাচ সিটির নিয়ন্ত্রণেই ছিল। হলান্ড-ফোডেনরা সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারত আরও। তবে খেলার ধারার বিপরীতে ওয়েস্ট হামের মোহামেদ কুদুস দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন। সিটিকে শঙ্কা তবুও ঘিরে ধরেনি, কারণ নিজেদের মাঠে তখন আর্সেনালও সমতায় ছিল এভারটনের বিপক্ষে।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে রদ্রির বক্সের বাইরে থেকে নেওয়া শটে করা গোল সিটির জয় নিশ্চিত করে দেয়। বাকি সময় খেলা নিয়ন্ত্রণ করে গার্দিওলার দল। যার ফলে নিজেদের মাঠে কাই হাভার্টজের ৮৯ মিনিটের গোলে জিতেও আর্সেনাল ছুঁতে পারেনি সিটিকে।
গত আট বছরে এটি সিটির ষষ্ঠ প্রিমিয়ার লিগ শিরোপা জয়। সবগুলোই তারা জিতেছে পেপ গার্দিওলার অধীনে। নিজের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে ১২টি লিগ শিরোপা জিতলেন গার্দিওলা। তিনি কোচিংই করিয়েছেন এখন পর্যন্ত ১৫ মৌসুম!