কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন এডারসন
শঙ্কাই শেষপর্যন্ত সত্যি হলো। কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।
প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচে ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে চোখে আঘাত পান এডারসন। তখনই তুলে নেওয়া হয় তাকে।
তবে সেই চোট কতটা গুরুতর তা তখন বোঝা না গেলেও এখন টের পাওয়া গেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) গত রাতে এডারসনের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও এই গোলরক্ষক ইতিহাদে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উৎসবে ছিলেন।
ছিটকে যাওয়া এডারসনের পরিবর্তে ব্রাজিলের সাও পাওলোর গোলরক্ষক রাফায়েলকে দলে নিয়েছেন দরিভাল জুনিয়র। শুধু গোলরক্ষক পরিবর্তনই নয়, ব্রাজিল আরও নতুন তিন খেলোয়াড়কে কোপা আমেরিকার দলে নিয়েছে।
জুভেন্টাস ডিফেন্ডার ব্রেমার, আটালান্তা মিডফিল্ডার এডেরসন, পোর্তোর স্ট্রাইকার পেপে— এই তিনজন ডাক পেয়েছেন কোপা আমেরিকার দলে।
আর এতে ব্রাজিলের কোপা আমেরিকার দল ২৩ সদস্য থেকে বেড়ে হয়েছে ২৬ সদস্যের। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের দল গঠনের অনুমতি দিয়েছে।