টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন লিটন
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রেইরি ভিউ কমপ্লেক্স স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।
আজ জিতলে ঐতিহাসিক এক সিরিজ জয় নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। এর আগে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সিরিজ জেতেনি দলটি।
বাংলাদেশের একাদশে রয়েছে দুটি পরিবর্তন। লিটন দাস ও মেহেদী হাসানের জায়গায় এসেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশঃ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
যুক্তরাষ্ট্র একাদশঃ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, এরন জোনস, এন্ড্রিস গাউস, কোরি এন্ডারসন, নিতিশ কুমার, আলি খান, হারমিত সিং, জেসি সিং, শ্যাডলি ভ্যান শ্যাল্কউইক, সৌরভ নেত্রাভালকার।