বাফুফে সহ-সভাপতিকে বড় অঙ্কের জরিমানা, বাড়ল সোহাগের শাস্তি
দুর্নীতি ও আর্থিক অনিয়মের দায়ে গত বছর এপ্রিলে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।
কিন্তু সেই আপিলের রায়ে উলটো এক বছর বেড়েছে তার নিষেধাজ্ঞা। সোহাগকে দুই বছরের জায়গায় তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার এথিক্স কমিটি। অন্যদিকে দুর্নীতিতে বাফুফের অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ততাও পেয়েছে ফিফা।
এবার সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, যিনি কিনা সে সময় বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, তাকেও জরিমানা করেছে ফিফা। সালাম মুর্শেদীকে জরিমানা করা হয়েছে ১০ হাজার সুইস ফ্রাঁ অর্থাৎ প্রায় ১৩ লাখ টাকা। বড় শাস্তি হয়েছে বাফুফের সাবেক অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা আবু হোসেন এবং সাবেক অপারেশন ম্যানেজার মিজানুর রহমানেরও।
ফিফার এথিকস কমিটি ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে এই দুজনকেই। সঙ্গে তাদেরকে জরিমানা করা হয়েছে প্রায় ১৩ লাখ টাকা করে।
বাফুফের প্রকিউরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে ভবিষ্যতের আচরণের জন্য সতর্ক করা হয়েছে। সঙ্গে তাকে ফিফার দেওয়া কমপ্লায়েন্স প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিফা কোড অব এথিক কমিটি জানায়, আবু নাঈম সোহাগ, আবু হোসেন ও মিজানুর রহমান আর্টিকেল ১৪ (সাধারণ দায়িত্ব), আর্টিকেল ১৬ (আনুগত্য কর্তব্য) ও আর্টিকেল ২৫ (জালিয়াতি ও মিথ্যাচার) ভঙ্গ করেছেন। আর আবদুস সালাম মুর্শেদী ও ইমরুল হাসান শরীফ ভঙ্গ করেছেন আর্টিকেল ১৪ (সাধারণ দায়িত্ব)।