‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ডই আমার পেছনে দৌড়ায়’
তিনি রেকর্ডকে তাড়া করেন না, রেকর্ডই তার পেছনে ছোটে- এমনটা ক্রিশ্চিয়ানো রোনালদো দাবি করতেই পারেন। সেটি তিনি করেছেনও। করার পেছনে যৌক্তিক কারণ তো রয়েছেই।
৩৯ বছর বয়সেও রেকর্ডের পাতা নতুন করে লিখে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাই যেমন নিজের করে নিলেন সিআর সেভেন। চলতি মৌসুমে আল-নাসেরের হয়ে লিগে ৩৫টি গোল করেছেন রোনালদো।
ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগের রেকর্ড। ২০১৯ সালে সৌদি লিগে আল-নাসেরের হয়ে ৩৪ গোল করেছিলেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। রোনালদো সেই রেকর্ড ভাঙলেন একই ক্লাবের হয়ে।
গত রাতে এবারের মৌসুমের শেষ রাউন্ডে তিনি জোড়া গোল করেছেন। প্রথমটি প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে, দ্বিতীয়টি ৬৯ মিনিটে। দ্বিতীয় গোলটি করেই হামদাল্লাহর রেকর্ড ভাঙেন রোনালদো।
আর এই রেকর্ড গড়ার পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রেকর্ডের পেছনে দৌড়ান না তিনি, বরং রেকর্ডই ছোটে তার পেছনে। নিজের অফিশিয়াল এক্সে হ্যান্ডেলে লিখেছেন, 'আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।'