টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে যা যা জেনে রাখা ভালো
অপেক্ষার পালা শেষ, আর কদিন পরই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সংক্ষিপ্ততেম এই ফরম্যাটের এটা নবম আসর। চার-ছক্কার লড়াইয়ে চোখ থাকবে বিশ্বের অনেক ক্রিকেটমোদীরই। এর আগে জেনে নেওয়া যাক, ভক্ত-সমর্থক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ম্যাচ শুরুর সময়, ভেন্যু ছাড়াও আর কী কী জেনে রাখা দরকার।
কবে শুরু বিশ্বকাপ, পর্দা নামবে কবে
আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। উদ্বোধনী এই ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে কানাডা। ২৯ জুন শেষ হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচটি হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে, ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোজের ব্রিজটাউনে।
কোথায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, আয়োজক কে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আয়োজক হিসেবে প্রথমবারের মতো আইসিসির মেজর টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এর আগে কখনও বিশ্বকাপ আয়োজনও করেনি দেশটি। ওয়েস্ট ইন্ডিজ এরআগে পুরুষদের দুটি বিশ্বকাপ আয়োজন করেছে। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তারা। এ ছাড়া নারীদের দুটি বিশ্বকাপ আয়োজন করেছে ক্যারিবীয়রা।
কোথায় কোথায় খেলা হবে, ভেন্যু কোনগুলো
দুই দেশের মোট ৯টি ভেুন্যতে বিশ্বকাপের খেলা হবে। ভেনুগুলোর শহর হচ্ছে ডালাস, ব্রিজটাউন, প্রভিডেন্স, নিউ ইয়র্ক, লডারহিল, নর্থ সাউন্ড, গ্রস আইলেট, কিংসটন ও তারউবা।
কতোগুলো দল অংশ নিচ্ছে বিশ্বকাপে
প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে ২০টি দেশ অংশ নেবে। আয়োজক হিসেবে অংশ নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আট দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে। দলগুলো হচ্ছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সুবাদে সরাসরি সুযোগ পেয়েছে আফগানিস্তান ও বাংলাদেশও। ইউরোপিয়ািন অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব উতরে এসেছে কানাড। এশিয়া অঞ্চলের বাছাই পর্ব খেলে বিশ্বকাপের টিকেট কেটেছে নেপাল ও ওমান। নামিবিয়া ও উগান্ডা এসেছে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে। এ ছাড়া পূর্ব এশিয়া প্যাসিফিক বাছাই পর্ব জিতে জায়গা পেয়েছে পাপুয়া নিউগিনি।
বিশ্বকাপে গ্রুপ কয়টি, ম্যাচ কতগুলো
২০টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। সব মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
'এ' গ্রুপ
ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড
'বি' গ্রুপ
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান
'সি' গ্রুপ
ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা
'ডি' গ্রুপ
বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল
কোন নিয়মে খেলা হবে
২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকা পাঁচ দল একে অপরের বিপক্ষ খেলবে। গ্রুপের পয়েন্ট সেরা দুই দল যাবে উঠবে সুপার এইটে। আট দল এই রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার এইটের সেরা চার দল খেলবে সেমি-ফাইনাল।
বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
তারিখ | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
৮ জুন | শ্রীলঙ্কা | সকাল সাড়ে ৬টা | ডালাস |
১০ জুন | দক্ষিণ আফ্রিকা | রাত সাড়ে ৮টা | নিউ ইয়র্ক |
১৩ জুন | নেদারল্যান্ডস | রাত সাড়ে ৮টা | সেন্ট ভিনসেন্ট |
১৭ জুন | নেপাল | ভোর সাড়ে ৫টা | সেন্ট ভিনসেন্ট |
ম্যাচ টাই হলে কী হবে
কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হবে। সুপার ওভারও টাই হলে আরেকটি সুপার ওভার হবে। ম্যাচের ফল না আসা পর্যন্ত আলাদা আলাদা সুপার ওভার চলতে থাকবে।
বৈরী আবহাওয়া থাকলে ম্যাচের ফল কীভাবে আসবে
বৃষ্টি বা খারাপ আবহাওয়া থাকলেও গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বের ম্যাচের ফল নির্ধারণ করতে দুটি দলেরই অন্তত ৫ ওভার ব্যাটিং করার সুযোগ থাকতে হবে। অর্থাৎ, কমপক্ষে ৫ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরের নিয়ম অনুযায়ী সেমি-ফাইনাল ও ফাইনালের ফল নির্ধারণে কমপক্ষে ১০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হতে হবে।
নক আউট পর্বের ম্যাচের ক্ষেত্রে কী হবে
বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কথা ভেবে প্রথম সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য অতিরিক্ত ১৯০ মিনিট সময় থাকবে। অর্থাৎ, নির্ধারিত সময়ের পরও এই সময়ের মধ্যে ম্যাচ শুরু করা যাবে। পাশাপাশি এই দুই ম্যাচের জন্য রিজার্ভ ডে-ও থাকবে। তবে দ্বিতীয় সেমি-ফাইনালের জন্য রিজার্ভ ডে নেই, কারণ এই ম্যাচের পরের দিনই হবে ফাইনাল। দ্বিতীয় সেমি-ফাইনালের ফল নির্ধারণে বাড়তি ২৫০ মিনিট সময় থাকবে।
বিশ্বকাপ জিতেছে কোন কোন দল
২০০৭- ভারত
২০০৯- পাকিস্তান
২০১০- ইংল্যান্ড
২০১২- ওয়েস্ট ইন্ডিজ
২০১৪- শ্রীলঙ্কা
২০১৬- ওয়েস্ট ইন্ডিজ
২০২১- অস্ট্রেলিয়া
২০২২- ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। উপরের বাকি দলগুলো একবার করে শিরোপার স্বাদ পেয়েছে।
লাইভ স্কোর ও খেলা দেখার উপায় কী
বিশ্বকাপে অংশ নেওয়া ২০টি দেশের বিভিন্ন চ্যানেল ছাড়াও আরও কিছু স্পোর্টস চ্যানেল ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশে খেলা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি। এ ছাড়া লাইভ স্কোর দেখা যাবে দুটি ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজে।