ওমানের সঙ্গে সহজ জয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
ম্যাচের আগে দেওয়া ওমান অধিনায়কের হুঙ্কার কাজে এলো না৷ সহজ জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছে মিচেল মার্শের দল।
ম্যাচের আগে ওমান অধিনায়ক বলেছিলেন, তারা অস্ট্রেলিয়াকে ভয় পান না। স্লো পিচের ফায়দা নিয়ে অজিদের ভড়কে দিতে চেয়েছিল ওমান। কিন্তু মাঠের খেলায় তার প্রতিফলন দেখাতে পারেনি দলটি৷
ডেভিড ওয়ার্নার আর মার্কাস স্টয়নিসের বড় জুটির সুবাদে প্রথমে ব্যাট করে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় ওমানের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুতেই পথ হারায় ওমান। ৩৪ রানের মধ্যে চার উইকেট হারায় তারা।
এরপর ৮৯ রানের মধ্যে সাত উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত অলআউট না হলেও জয় থেকে অনেক দূরে থামে ওমানের তরী। এক আয়ান খান ৩০ বলে ৩৬ রান করেছেন, বাকিরা তেমন সুবিধা করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মার্কাস স্টয়নিস। স্টার্ক, জাম্পা ও এলিস নিয়েছেন দুটি করে উইকেট। বল হাতে ওমানকে ধসিয়ে দেওয়া স্টয়নিস এর আগে ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। টস হেরে ব্যাট করতে নামা অজিদের রান ১৬৪ হয়েছে ওয়ার্নার আর স্টয়নিসের চতুর্থ উইকেটে ১০২ রানের জুটির কল্যাণেই।
ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫৬ রান। এই রান করতে ৫১ বল খেলেছেন বাঁহাতি ওপেনার। ছয়টি চার ও একটি ছয় মেরেছেন তিনি। ৫০ রানে দলের তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসা স্টয়নিস খেলেছেন ৩৬ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস। দুটি চারের সঙ্গে তিনি মেরেছেন ছয়টি ছয়।