মিলারের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে নেদারল্যান্ডসকে হারাল দক্ষিণ আফ্রিকা
তিনি বিশ্বজুড়ে পরিচিত 'কিলার মিলার' নামে। কিন্তু দলের প্রয়োজনে যে শান্তশিষ্ট থেকে হিসেব কষেও ব্যাট করতে পারেন, ডেভিড মিলার সেটির প্রমাণই যেন দিলেন। এই বাঁহাতি ব্যাটসম্যানের দুর্দান্ত এক ইনিংসে লো স্কোরিং ম্যাচে নেদারল্যান্ডসকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
নেদারল্যান্ডসের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে নাভিশ্বাস উঠে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। মনে হচ্ছিল, আরেকটি অঘটন ঘটতে চলেছে বিশ্বকাপে। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রোটিয়ারা।
ডাচদের দেওয়া মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ রানে চার উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে পঞ্চম উইকেটে স্টাবসকে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে চাপ সামাল দেন মিলার। স্টাবস ৩৭ বলে ৩৩ রান করে বিদায় নেওয়ার সময় জেতার জন্য প্রোটিয়াদের দরকার ছিল ২২ বলে ২৭ রান। যা নেমে আসে ১২ বলে ১৬ রানে।
১৯তম ওভারে বাস ডি লিডার প্রথম পাঁচ বলেই ১৮ রান তুলে নেন মিলার। ৫১ বলে তিন চার ও চার ছয়ে ৫৯ রান করে অপরাজিত থাকেন মিলার। বলা বাহুল্য, ম্যাচ সেরার পুরস্কার গেছে এই বাঁহাতি ব্যাটসম্যানের ঝুলিতেই।
এর আগে টস হেরে ব্যাট করে প্রোটিয়া বোলারদের তোপে ২০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান এসেছে ইঙ্গেলব্রেটের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে বার্টম্যান মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ইয়ানসেন ও নরকিয়া।
এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ডি গ্রুপের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। আজ শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। একটি করে জয় ও পরাজয় নিয়ে তিন নাম্বারে ডাচরা। নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে বাংলাদেশের সঙ্গে।