বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের কাছেও হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় ছিল শ্রীলঙ্কা। সুপার এইটে ওঠার জন্য নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে তো হতোই, সঙ্গে অন্য ম্যাচগুলোর ফলও তাদের পক্ষে আসতে হতো।
কিন্তু ভাগ্য আর সহায় হয়নি লঙ্কানদের। অন্যদের ম্যাচের ফলাফল তো পরের হিসাব, নিজেদের ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে। নেপালের সঙ্গে ম্যাচ বজ্র বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। আর সুপার এইটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করতে গিয়ে বজ্রবৃষ্টি উপহার দিল ফ্লোরিডার লডারহিল। নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় শ্রীলঙ্কার সুপার এইটে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেল। আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 'ডি' গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের পর বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে খেলা প্রায় নিশ্চিত করেই রেখেছিল দক্ষিণ আফ্রিকা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরের রাউন্ডে যাবে। আজ শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় প্রোটিয়াদের পাওয়া ৬ পয়েন্ট ছোঁয়ার সুযোগ এখন আছে শুধু বাংলাদেশ অথবা নেদারল্যান্ডসের। অর্থাৎ, এই দুই দলের কেউ সুপার এইটে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে।
আজ শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আদতে লাভ হলো বাংলাদেশের। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই লঙ্কানদের চেয়ে বেশি পয়েন্ট পাবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে শেষ আটের পথে অনেকটা এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল। আর শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে নেপাল হেরে গেলে বাংলাদেশের সমীকরণটা আরও সহজ হয়ে যাবে।