২০২৬ বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানালেন ফিফা সভাপতি
২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এটি অনেক আগের খবর। এবার জানা গেল কোন মাসে এবং কত তারিখে শুরু হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।
পরবর্তী বিশ্বকাপের দিনক্ষণ জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ৪৮টি দল। মোট ১৬টি শহরে হবে ম্যাচগুলো।
ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ১১ জুন মাঠে গড়াবে ২৩তম৷ ফুটবল বিশ্বকাপ। ঘোষণা দেওয়ার সঙ্গে ফিফা সভাপতি বলেছেন, 'এটি হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিশ্বকাপ, সেরা ইভেন্ট, সেরা শো- বিশ্ব যা এর আগে কখনও দেখেনি।' মেক্সিকোর বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ।
ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ শুরু হওয়ার জন্য তার তর সইছে না, 'আমি দিন গুনছি, বাকি সবার মতোই। জানি যে দুই বছর অনেক দূরে মনে হচ্ছে। কিন্তু আসলে আমরা খুবই কাছাকাছি আছি।' ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে, ১৯ জুলাই।
উল্লেখ্য, মেক্সিকোর আজটেকা স্টেডিয়াম গড়তে যাচ্ছে দারুণ এক কীর্তি। যা আর কখনও পুনরাবৃত্তি হবে কিনা সেটি সন্দেহের বিষয়। এটিই হতে যাচ্ছে প্রথম স্টেডিয়াম যেখানে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিল বিখ্যাত আজটেকাতে।