সুযোগ মিসের মহড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করল ব্রাজিল
২০২৪ কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ আজ পেয়েছিল ব্রাজিল। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি সেলেকাওরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করেছে এবারের কোপা আমেরিকার স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে।
ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-যুক্তরাষ্ট্র। ম্যাচে দাপট ছিল সেলেকাওদেরই। ৬১ শতাংশ বল দখল রেখে লক্ষ্যে ১২টি শট নেয় দরিভাল জুনিয়রের দল। যুক্তরাষ্ট্র বল দখলে রাখে ৩৯ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট নেয় তারা।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ক্রিস্টিয়ান পুলিসিচের শট ঠেকান অ্যালিসন। ঠিক তার পরের মিনিটেই ব্রাজিল ডিফেন্ডার ওয়েন্ডালের অ্যাসিস্টে ডান পায়ে রদ্রিগোর শট যুক্তরাষ্ট্র গোলরক্ষক ম্যাট টার্নার ফিরিয়ে দেন।
৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। সুযোগ হাতছাড়ার মহড়ায় ১৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের মিডফিল্ডার হোয়াও গোমেজ। এরপর ১৬ ও ১৭ মিনিটে ভিনিসিয়ুসের দুটি শট ঠেকান টার্নার।
এত এত সুযোগ মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোলের দেখা পায় ব্রাজিলই। ১৭ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি যুক্তরাষ্ট্র। ২৬ মিনিটে ফ্রি কিক থেকে ডান পায়ের দারুণ এক শটে স্বাগতিকদের সমতায় ফেরান পুলিসিচ। এরপর ব্রাজিল আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। অন্যদিকে দুটি ওয়ান অন ওয়ান সেইভ করে ব্রাজিলকে বাঁচিয়েছেন অ্যালিসন।