সুপার এইটে আফগানিস্তান, গ্রুপ পর্ব থেকে বিদায় নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল নিউজিল্যান্ড। আজ পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে 'সি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান।
এই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজ আফগানিস্তানও সুপার এইট নিশ্চিত করায় কপাল পুড়েছে কিউইদের। এই দুই দলের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনিক মাত্র ৯৫ রানে অলআউট হয়। আফগান বোলারদের মধ্যে ১৬ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকী। এই নিয়ে তিন ম্যাচে ১২ উইকেট শিকার করলেন তিনি। ৪ রান দিয়ে দুই উইকেট নেন আরেক পেসার নাভিন–উল–হক।
রান তাড়া করতে নেমে আফগানিস্তানের দুই ওপেনার বিদায় নেন ২২ রানের মধ্যে। এরপর তিনে নামা গুলবদিন নাইব অল্প রানের লক্ষ্য নাগালের মধ্যেই রাখেন। প্রথমে আজমতউল্লাহ, পরে মোহাম্মদ নবীকে নিয়ে দলকে নিয়ে যান গন্তব্যে। গুলবদিন অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৯ রানে, নবী ২৩ বলে ১৬ রানে।
৭ উইকেট ও ২৯ বল বাকি রেখে পাওয়া জয়ে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে আফগানিস্তান। রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই তিন ম্যাচে ৬ পয়েন্ট করে পেয়েছে।