পিছিয়ে পড়েও পোল্যান্ডকে হারাল নেদারল্যান্ডস
এবারের ইউরোর ফেবারিটদের তালিকায় ওপরের দিকে না হলেও কালো ঘোড়াদের একটি নেদারল্যান্ডস। আর জয় দিয়েই ইউরো মিশন শুরু করেছে ডাচরা। পিছিয়ে পড়েও পোল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল।
ম্যাচে দারুণ দাপট দেখিয়েছে নেদারল্যান্ডস। ৬৬ শতাংশ বল দখলে রেখে পোল্যান্ডের গোলপোস্টে ২১টি শট নেয় ডাচরা, যার মধ্যে অবশ্য কেবল ৪টি ছিল লক্ষ্যে। অপরদিকে ১২টি শট নেয় পোল্যান্ড, যার ৭টিই ছিল সঠিক লক্ষ্য বরাবর।
জার্মানির হামবুর্গে নেদারল্যান্ডস শেষ পর্যন্ত জিতেছে ওউট ওয়েগোর্স্টের গোলে। এই সেই ওয়েগোর্স্ট, বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নাটকীয় মুহূর্তের জন্ম দিয়েছিলেন যিনি। ম্যাচের ৮৩ মিনিটে ১-১ গোলে সমতা থাকা অবস্থায় নেদারল্যান্ডসকে জয় এনে দেওয়া গোলটি করেন এই স্ট্রাইকার।
এর আগে ম্যাচের ১৬ মিনিটে বুক্সার দেওয়া গোলে এগিয়ে যায় পোল্যান্ড। ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে কোডি গাকপোর শট পোল্যান্ডের ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে গেলে সমতায় ফেরে ডাচরা। এরপর কোম্যানের দল নিয়ন্ত্রণ নিয়ে খেললেও গোলের দেখা পাচ্ছিল না। তখনই ত্রাতা হয়ে আসেন ওয়েগোর্স্ট।