ভারতের কোচ হতে সাক্ষাৎকার দিলেন গম্ভীর
ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবশ্য মেয়াদ শেষ হয়েছিল, বিসিসিআইয়ের অনুরোধে চুক্তির মেয়াদ বাড়ান দ্রাবিড়।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড় আর ভারতের কোচ থাকছেন না সেটি আগেই জানা ছিল। নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই। সেখানে আবেদন জমা ঠিক কতটি পড়েছে তা না জানা যায়নি। তবে গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নিয়েছে বিসিসিআই।
৪২ বছর বয়সী গম্ভীর কদিন আগেই আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্সের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। দলটিকে এর আগে দুবার অধিনায়ক হিসেবে আইপিএল জেতানো গম্ভীর কলকাতার ১০ বছরের শিরোপা খরা কাটিয়েছেন উপদেষ্টা পদে থেকে। এরপর ভারতের প্রধান কোচ হওয়ার দৌড়েও এগিয়ে যান এই সাবেক বাঁহাতি ব্যাটসম্যান।
ক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার বিসিসিআইকে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর। ভারতের নতুন কোচ যিনি হবেন তিনি সব সংস্করণেই দায়িত্ব পাবেন। আর চুক্তির মেয়াদ হবে সাড়ে তিন বছরের জন্য। ২০২৪ এর জুলাই থেকে ২০২৭ এর ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন নতুন কোচ।
ভারত সর্বশেষ কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেছে ২০১৩ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ১১ বছর ধরে শিরোপা শূন্য তারা। ২০১১ এর পর জেতেনি বিশ্বকাপ। ২০০৭ সালে প্রথম ও শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অন্যতম শক্তিশালী ক্রিকেট দলটি। নতুন কোচের ওপর তাই প্রত্যাশার চাপ থাকবে অনেক বেশি।