হাঙ্গেরিকে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে জার্মানি
সবার আগে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করল জার্মানি। আজ স্টুটগার্টে হাঙ্গেরিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। 'এ' গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বেও সবার আগে উঠেছে জুলিয়ান নাগলসমানের দল।
স্টুটগার্টে জার্মানি জিতলেও প্রথমার্ধে হাঙ্গেরির আক্রমণই ছিল বেশি ধারাল। বেশ কয়েকবার গোলের কাছে যেয়েও বল জালে জড়াতে পারেনি তারা। অপরদিকে জার্মানি খেলেছে ধৈর্য্য নিয়ে। যার ফল তারা পেয়েছে প্রথমার্ধে এগিয়ে গিয়ে।
স্কটল্যান্ডের ম্যাচের মতো এ ম্যাচেও আলো ছড়িয়েছেন ২১ বছর বয়সী জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ম্যাচের প্রথম গোলটিও এসেছে এই বায়ার্ন মিউনিখ তারকার কাছ থেকে। জার্মানির হয়ে অন্য গোলটি করেন অধিনায়ক ইলকায় গুন্ডোগান। হাঙ্গেরি অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু ফিনিশিং ব্যর্থতা ও রক্ষণের ভুলের মূল্য দিতে হয়েছে তাদের।
ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলটি করেন মুসিয়ালা। এই গোলে অবশ্য হাঙ্গেরির রক্ষণেরও অবদান আছে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় তারা। যার সুযোগ নিয়ে গুন্ডোগান নিয়ন্ত্রণ নেন বলের, তার পাস থেকে মুসিয়ালা করেন দারুণ ফিনিশ। এরপর দ্বিতীয়ার্ধে গুন্ডোগান নিজের গোলদাতার ভূমিকায় অবতীর্ণ হন। এই গোলটি ছিল দেখার মতো দারুণ এক দলীয় প্রচেষ্টার ফল।
জার্মানি দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও হাঙ্গেরি হারল দুটিতেই। এই গ্রুপের বাকি দুই দল সুইজারল্যান্ড ও স্কটল্যান্ড। আজ সুইজারল্যান্ড জিতলেই দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত হবে তাদেরও।