লিটনের পর থামলেন রিশাদও
প্রথম ওভারে উইকেট হারানোর চাপ ভালোভাবেই কাটিয়ে তোলে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। জুটি হলেও লিটন রান তুলতে সংগ্রাম করছিলেন, শেষমেষ বিদায়েই নিতে হলো তাকে। শান্তর সঙ্গে ৫৮ রানের জুটি গড়া ডানহাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন।
সুইপ করতে গেলে বল লিটনের কোমড়ের নিচে লেগে স্টাম্পে আঘাত হানে। ২৫ বলে ২টি চারে ১৬ রান করেন লিটন। এদিন ব্যাটিং অর্ডার পাল্টে রিশাদ হোসেনকে আগে পাঠায় বাংলাদেশ, যদিও সিদ্ধান্তে সফল হয়নি তারা। ৪ বলে ২ রান করেই ফিরে গেছেন এই লেগ স্পিনার। ১০ ওভাের শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৭ রান। শান্ত ৩৯ রানে ব্যাটিং করছেন, তাওহিদ হৃদয় এখনও রানের খাতা খোলেননি।
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান
প্রথম ওভারেই উইকেট হারানোর চাপ কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। তাদের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৩৯ রান পেয়েছে বাংলাদেশ। শান্ত ১৮ ও লিটন ১৩ রানে ব্যাটিং করছেন।
প্রথম ওভারেই ফিরে গেলেন তানজিদ
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারেই ফিরে গেলেন তরুণ বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। দারুণ এক ডেলিভারিতে তার স্টাম্প উপড়ে নেন অজি পেসার মিচেল স্টার্ক। তার করা প্রথম দুটি ফুলটস ফেরালেও তৃতীয় ডেলিভারিতে ব্যর্থ হন তানজিদ।
বাংলাদেশ ওপেনারের ব্যাটের আগায় লেগে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। এই ওভারের শেষ বলে স্টার্ককে চার মেরে বাংলাদেশের পক্ষে রানের খাতা খোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জশ হ্যাজেলউডের করা ইনিংসের দ্বিতীয় ওভারে সবগুলো বল খেলেও কোনো রান করতে পারেননি লিটন কুমার দাস। দুই ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪ রান।