গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পর্তুগাল
গোলরক্ষককে একা পেয়েও শট না নিয়ে সতীর্থকে পাস বাড়িয়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। তুরস্কের বিপক্ষে ঠিক এমনই একটি কাজ করেছেন সিআর সেভেন। যে পরিস্থিতিতে রোনালদো ছিলেন, এমন জায়গা থেকে ক্যারিয়ারে অসংখ্য গোল করেছেন তিনি। কিন্তু এবার নিজে শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেসকে পাস দিলেন রোনালদো, ফাঁকায় দাঁড়ানো পর্তুগিজ মিডফিল্ডার ব জালে জড়িয়ে পর্তুগালের বড় জয় নিশ্চিত করলেন।
সিগনাল ইডুনা পার্কে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে উঠেছে রবার্তো মার্তিনেজের দল। তুরস্কের ভাগ্য ঝুলে রইল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ম্যাচের ফলাফলের ওপর।
রোনালদোর সামনে সুযোগ ছিল প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন ইউরোতে গোল করার। কিন্তু সুবর্ণ সুযোগ পেয়েও তা না নিয়ে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন সিআর সেভেন। ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা আগেই হয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের শুরুতে অবশ্য চাপে ছিল পর্তুগালই। তুরস্ক কয়েকটি ভালো আক্রমণ সাজায়। কিন্তু গোলের দেখা মেলেনি। বরং ২১ মিনিটে বার্নার্দো সিলভা এগিয়ে দেন ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। পর্তুগাল দ্বিতীয় যে গোলটি পেয়েছে সেটি পুরোপুরি তুরস্কের উপহার। গোলরক্ষক আলতেম বায়েনদিরের সঙ্গে ডিফেন্ডার সামেত আকায়দিনের হাস্যকর ভুল বোঝাবুঝিতে নিজেদের জালেই বল জড়ায় তুর্কিরা। ম্যাচ সেখানেই কার্যত শেষ হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই রোনালদোর সেই পাস থেকে পর্তুগালের ব্যবধান বাড়ান ব্রুনো। এরপর আরও কয়েকটি সুযোগ তারা পেয়েছে, রোনালদোও নিজের গোল পাওয়ার মতো সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি লাল জার্সিধারীরা।