টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
সেই টাইব্রেকারেই বাদ পড়ল পর্তুগাল। ক্যারিয়ারের শেষ ইউরোতে দলকে নিয়ে কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ আর হলো না দিয়োগো কস্তা বীরত্ব। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ফ্রান্স জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে।
পর্তুগালের হয়ে আজও টাইব্রেকারে প্রথম শটে গোল করেছেন রোনালদো। কিন্তু জোয়াও ফেলিক্সের মিসই কাল হয়েছে পর্তুগালের। ফ্রান্স গোল করেছে নিজের পাঁচ শটেই। সেমি-ফাইনালে উঠে গেলেও এখন পর্যন্ত ওপেন প্লে থেকে একটি গোলও করতে পারেনি দিদিয়ের দেশমের দল। ইউরোর ইতিহাসেই এমন নজির প্রথম।
ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর পর্তুগালের বড় ভরসা ছিলেন গোলকিপার দিয়োগো কস্তা, যিনি আগের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি সেভ করেছিলেন। তবে এ যাত্রায় কস্তা একটি সেভও করতে পারেননি।
টাইব্রেকার শট সেভ করতে পারেননি ফ্রান্সের মাইক মেইগনানও। তবে জোয়াও ফেলিক্সের নেওয়া পর্তুগালের চতুর্থ শট পোস্টে লেগে মিস হলে সেটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
এর আগে মূল ম্যাচের ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা অনেকটাই ম্যাড়ম্যাড়ে হয়েছে। পরিস্কার সুযোগ যা দুয়েকটা তৈরি করতে পেরেছে দুই দল, ফিনিশিংয়ের অভাবে গোলে পরিণত হয়নি কোনোটিই।
সেমি-ফাইনালে ফ্রান্স খেলবে স্বাগতিক জার্মানিকে হারানো স্পেনের সঙ্গে। অন্যদিকে খালি হাতেই ফিরতে হচ্ছে রোনালদো ও পর্তুগালকে। আগের দেওয়া ঘোষণা অনুযায়ী এটিই সিআর সেভেনের শেষ ইউরো ছিল।
সেই হিসেবে নিজের শেষ ইউরোতে পাঁচটি ম্যাচ খেলেও একটি গোলও করতে পারেননি রোনালদো। এবারই প্রথম এমনটা ঘটল তার ক্যারিয়ারে, কোনো টুর্নামেন্টে এত সংখ্যক ম্যাচে খেলেও কোনো গোল না করতে পারার।