রেস থামিয়ে স্ত্রীকে চুমু খেয়ে জরিমানার কবলে ফ্রেঞ্চ সাইক্লিস্ট
সাইক্লিংয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স। এবারের আসরে ঘটেছে একই সাথে অদ্ভুত এবং মজার এক ঘটনা। ফ্রেঞ্চ সাইক্লিস্ট জুলিয়ান বের্নার্ডকে জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
বের্নার্দকে জরিমানা করার কারণ, তিনি প্রতিযোগিতা চলাকালীন সময়ে সাইক্লিং থামিয়ে নিজের স্ত্রীকে চুমু খেয়েছেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন ফ্রেঞ্চ এই সাইক্লিস্ট।
তবে ক্ষমা চাইলেও এই সুযোগ পেলে আবারও একই কাজ করবেন বলে জানিয়েছেন বের্নার্দ, 'এই খেলাটিকে কলংকিত করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি প্রতিদিন ২২০ ডলার জরিমানা দিতে রাজি শুধু এই মুহূর্তটা আবার ফিরিয়ে আনার জন্য।'
সাইক্লিং করার সময় রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে থাকা স্ত্রীকে চুমু খান বের্নার্দ। তার স্ত্রীর সঙ্গে ছিল তাদের ছোট বাচ্চাও। এই মুহূর্তটিকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছে বিশ্ব সাইক্লিং এর নিয়ন্ত্রক সংস্থা।
তারা বলেছে, 'ফ্রেঞ্চ সাইক্লিস্ট বের্নার্দ অগ্রহণযোগ্য আচরণ করেছেন এবং এর মাধ্যমে খেলাটির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।' তবে এতে কোনো আক্ষেপ নেই বের্নার্দের। তিনি জানিয়েছেন, এটি 'জীবনে একবারই আসে' এমন একটি মুহূর্ত ছিল। তাই জরিমানা দিয়ে তার কোনো আফসোস নেই।