২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া
ফাইনালে নিজেদের প্রতিপক্ষের নাম জেনে গেল আর্জেন্টিনা। আজ দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে দলটি। এতে করে রেকর্ড ১৬ তম কোপার পেছনে ছোটা উরুগুয়ের যাত্রা শেষ হলো এখানেই৷
ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলেছে কলম্বিয়া৷ তবুও তাদের রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে৷ সোমবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৩৯ মিনিটে। হামেস রদ্রিগেজের পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন জেফারসন লারমা। পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি উরুগুয়ে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা দলটির আক্রমণভাগ এদিন ছিল অনেকটাই নিষ্প্রভ।
প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলেছে কলম্বিয়া। তাতেও তাদের রক্ষণে চির ধরাতে পারেনি মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।
২৩ বছর আগে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। ২০০১ সালে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেটিই এখন পর্যন্ত কলম্বিয়ার একমাত্র কোপা আমেরিকা শিরোপা।
টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। আর্জেন্টিনা জিতলে এককভাবে সর্বোচ্চ ১৬ বার কোপা আমেরিকা জয়ের রেকর্ড গড়বে।