তৃতীয় দফায় পেছালো কোপা আমেরিকার ফাইনাল
এক মাসের লড়াই শেষে প্রস্তুত ফাইনালের মঞ্চ। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও কলম্বিয়ার। কিন্তু এই সময়ে ম্যাচ শুরু হচ্ছে না, দর্শকদের বিশৃঙ্খলায় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয় শিরোপার লড়াই।
এরপর আরও ১৫ মিনিট পেছানো হয়, জানানো হয় ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। কিন্তু আবারও পেছানো হলো খেলা শুরুর সময়। তৃতীয় দফায় আরও ৩০ মিনিট পিছিয়েছে, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে। সব মিলিয়ে সোয়া এক ঘণ্টা পেছালো খেলা।
কোপা আমেরিকায় দর্শক হাঙ্গামার ঘটনায় ফাইনাল নিয়ে সতর্ক ছিল আয়োজকরা। ফাইনালের নিরাপত্তা নিশ্চিতে ৪ হাজার পুলিশ প্রস্তুত রাখা হয়। এরপরও দর্শকদের সঙ্গে পেরে ওঠা যায়নি।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে সমর্থকদের তোপের মুখে পড়েছে নিরাপত্তাকর্মীরা। খেলা শুরুর এক ঘণ্টা আগে ঘটনার শুরু। অনেকেই ফাইনালের ভেন্যুতে টিকেট ছাড়াই প্রবেশের চেষ্টা করেন। এর ফলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। টিকিটবিহীন ভক্তদের ওপর চড়াও হন নিরাপত্তাকর্মীরা।
এরপরও দর্শকদের নিয়ন্ত্রণে আনতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা। একটি গেট ভেঙে অনেকেই বিনা টিকেটে মাঠে ঢুকে পড়েন। এই ঘটনায় ইতোমধ্যে ১০ থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। ভিডিওতে দেখা গেছে, হাঙ্গামায় জড়ানো বেশিরভাগ সমর্থন কলম্বিয়ান।
এমন অবস্থায় আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে জানানো হয়, ৩০ মিনিট পর শুরু হবে ফাইনাল।