জুলাই বিপ্লবের স্পিরিট ছড়িয়ে পড়ুক সব খাতে: ক্রীড়া উপদেষ্টা আসিফ
খেলাধুলার মতো জুলাই বিপ্লবের উদ্দীপনা দেশের প্রতিটি খাতে প্রতিফলিত হোক— এমন আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
পাকিস্তানের বি্পক্ষে টেস্ট সিরিজ জয়ের ঘটনায় আজ মঙ্গলবার জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে তার ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তা দেন ক্রীড়া উপদেষ্টা।
ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, 'জুলাই বিপ্লবের স্পিরিট খেলার মতো প্রতিটি সেক্টরেই প্রতিফলিত হোক। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয়, এবং প্রথম টেস্ট সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকে।'
ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, "এইমাত্র আমরা একটি সুখবর পেয়েছি। … টেস্ট সিরিজে দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় দলকে হোয়াইটওয়াশ করেছে (বাংলাদেশ দল)। আমরা জাতীয় দলের সব খেলোয়াড়, কোচসহ কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তিলগ্নে এখবর দেশের জনমনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে আরও সফলতা পেতে চাই। এজন্য ক্রীড়াঙ্গনকে আরও সুষ্ঠুভাবে, সুন্দরভাবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।"