সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্নে মিরাজ
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা কে? নিশ্চিতভাবেই বলা যায়, যে কেউ-ই চোখ বন্ধ করে সাকিব আল হাসানের নাম বলে দেবেন। বাংলাদেশ থেকে প্রথম অলরাউন্ডার হিসেবে বিশ্বসেরা হন সাকিব, একই সময়ে র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেরই সেরা অলরাউন্ডারও থেকেছেন। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ মানে সাকিব আল হাসানও। তার মতো আরেকজন বাংলাদেশের ক্রিকেটে আসছে, এমন আশা করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। যাকে নিয়ে এই আশা ছিল, তিনি মেহেদী হাসান মিরাজ।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর পার করে ফেলেছেন, কিন্তু সাকিবের মতো অলরাউন্ডার হয়ে ওঠা হয়নি মিরাজের। এমন কি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করতে পারেননি। বয়সভিত্তিক ক্রিকেটে পুরোদস্তুর অলরাউন্ডার থাকলেও জাতীয় দলে তার পরিচয় হয়ে ওঠে অফ স্পিনার। এই ভূমিকাতেই দলে খেলে আসছিলেন। তবে ভেতরে থাকা ব্যাটিং সত্তা মিরাজকে স্থির থাকতে দেয়নি। ব্যাটিং উন্নয়নে মন লাগান তিনি, যেটার সুফলও মিলতে শুরু করেছে।
পাকিস্তানের বিপক্ষে ঐহিতাসিক টেস্ট সিরিজ জয়ে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বড় অবদান রাখেন মিরাজ। দুই টেস্টে ১০ উইকেট (সিরিজের সর্বোচ্চ) ও দুই ইনিংসে দুটি হাফ সেঞ্চুরিসহ ৭৭.৫০ গড়ে ১৫৫ রান করেন ডানহাতি এই অলরাউন্ডার। দুর্দান্ত পারফরম্যান্সে হয়েছেন সিরিজ সেরা, আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ। ব্যাটিংয়ের মতো অলরাউন্ডার হিসেবেও আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী তিনি। তাই মিরাজের স্বপ্ন, এভাবে এগিয়ে যেতে পারলে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারবেন তিনি।
যদিও নিজে থেকে এমনটা জানাননি মিরাজ। ভারত সফরের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতিতে অংশ নিতে এসে সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই ক্রিকেটার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নিজের ভাবনার কথা জানিয়েছেন। সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে মিরাজ জানান, সাফল্যের ধারায় লম্বা সময় ধরে থাকতে পারলে কোনো একদিন হয়তো এটা সম্ভব হবে।
২৬ বছর বয়সী এই অলরাউন্ডার সোমবার সাংবাদিকদের বলেন, 'একটা দলে যদি দুজন অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিংটা এখন ভালো হচ্ছে, শুরুর দিকে আমার ব্যাটিংটা সেভাবে পায়নি দল। আমি বোলার হিসেবে খেলেছি। এখন অবদান রাখছি, খুব ভালো লাগছে। অবশ্যই অনুশীলন করতে হবে, কষ্ট করতে হবে। এটা দুই-এক বছরে সম্ভব নয়। লম্বা সময় ধরে ভালো খেলতে হবে। এখন যেভাবে চলছে, এটা যদি লম্বা সময় ধরে রাখতে পারি, তাহলে আশা করি একদিন অলরাউন্ডার (বিশ্বসেরা) হতে পারবো।'
অলরাউন্ডার হিসেবে সাকিবের ছায়া থেকে বেরিয়ে আসার বিষয়ে জানতে চাইলে মিরাজ বলেন, 'একটা দলে যদি অলরাউন্ডার থাকে, দলের জন্য সুবিধা। যেহেতু আমরা দুজনই খেলছি, দুজনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। দুজনই ব্যাটিং-বোলিং করছি। বিশ্ব ক্রিকেটে কিন্তু সবারই একটা পর্যায়ে অবসরে যেতে হয়। সব দলেই কিন্তু এমন আছে বিকল্প। সাকিব ভাই যখন খেলবে না, তখন হয়তো আমার দায়িত্বটা আরও গুরুত্বপূর্ণ হবে দলের জন্য।'