ইংলিশ পরীক্ষায় টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ে বিশ্বকাপের ১০ বছরের জয়খরা কেটেছে তাদের। প্রত্যাশামাফিক শুরুর পর পরের ধাপেও ভালো কিছু করতে প্রত্যয়ী বাংলাদেশের মেয়েরা। এ পথে আজ তাদের সামনে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি শারজা ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের জায়ায় সুযোগ দেওয়া হয়েছে দিলারা আক্তারকে। ইংল্যান্ডের বিপক্ষে এটা বাংলাদেশের চতুর্থ টি-টোয়েন্টি। এর আগে খেলা বিশ্বকাপের তিন ম্যাচেই ইংলিশদের বিপক্ষে হারে তারা।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথি রানী, সোবহানা মোস্তারী, নিগার সুলতানা (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
ইংল্যান্ড একাদশ: মায়া বাউচিয়ার, ড্যানি উইয়াট, অ্যালিস ক্যাপসে, ন্যাট স্কাইভার-ব্রান্ট, হিথার নাইট (অধিনায়ক), অ্যামি জোন্স, ড্যানিয়েল গিবসন, চার্লি ডিন, সারা গ্লেন, সোফি একলেসটন ও লিনসে স্মিথ।