শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাংলাদেশের বিদায়
আবু হায়দার রনি যখন উইকেটে গেছেন, ম্যাচ ততোক্ষণে খুব কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। আগের ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের আশা তখন ফিঁকে। এ সময়ে উইকেটে গিয়েই ঝড় তুললেন রনি। সামনে কঠিন পথ থাকলেও জাগলো আশা জাগলো তার মারকাটারি ব্যাটিংয়ে, যা টিকে থাকলো ১৯ ওভার পর্যন্ত। একা চেষ্টা চালিয়ে পারলেন না রনি, শ্রীলঙ্কা 'এ' বিপক্ষে হারে এসিসি ইমার্জিং এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ 'এ' দলকে।
সোমবার ওমান ক্রিকেট গ্রাউন্ডে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে আসরটি থেকে বিদায় নিলো আকবর আলীর দল। গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠলো শ্রীলঙ্কা। শেষ চারে যাওয়া এই গ্রুপের বাকি দল আফগানিস্তান। এই দলটির বিপক্ষে হেরে শেষ চারের পথ কঠিন হয় বাংলাদেশের। তবে সুযোগ ছিল, সেমিতে উঠতে শ্রীলঙ্কাকে হারালেই মিলতো টিকেট। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেরা চারে ওঠা হলো না বাংলাদেশের।
বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচে ডেড বল নিয়ে বিতর্ক হয়েছে। যা নিয়ে বাংলাদেশ প্রতিবাদ পর্যন্ত জানিয়েছে। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত বদলায়নি। ১৮ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩৭ রান। ১৮তম ওভারের প্রথম বলে ছক্কা মারেন রনি। কিন্তু আম্পায়ার ডেলিভারিটিকে ডেড বল ঘোষণা করেন। কী কারণে আম্পায়ারের এই সিদ্ধান্ত সেটা পরিষ্কার ছিল না। ধারাভাষ্যকাররা বলছিলেন, শ্রীলঙ্কার কোনো ক্রিকেটার মাঠের বাইরে থাকলে ডেড বলের পরিবর্তে নো বল দেওয়া উচিত ছিল।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কয়েকটি মাঝারি ইনিংসে ৭ উইকেটে ১৬১ রান তোলে লঙ্কানরা। জবাবে ঝড়ো শুরুর পর দ্রুতই আউট হন পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার সাইফ হাসান দারুণ ছন্দে ছিলেন, কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এই দুজনের পর কেবল রনিই যা লড়াই করেছেন। ৭ উইকেটে ১৪২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন বোলার রনি। বাঁহাতি এই পেসার ২৫ বলে একটি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩৮ রান করেন। ১০ বলে ২টি করে চার ও ছক্কায় ঝড়ো ২৪ রান করেন ইমন। স্বেচ্ছায় মাঠ ছাড়া সাইফ ২০ বলে ৩টি ছক্কায় করেন ২৯ রান। বাকিদের মধ্য থেকে তাওহিদ হৃদয় কেবল দুই অঙ্কের রান করেন, ১৩ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে। ম্যাচসেরা দুশান হেমন্ত সর্বোচ্চ ৩টি উইকেট নেন। নিমেশ ভিমুকথি, রমেশ মেন্ডিস, ইশান মালিঙ্গা ও নিপুণ রানসিকা একটি করে উইকেট পান।
এর আগে শ্রীলঙ্কার পক্ষে খুনে ব্যাটিং করেন পাভান রত্নায়েকে। ২৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন তিনি। এ ছাড়া ইয়োশোধা লঙ্কা ২৩, লাহিরু উদারা ৩৫, নুয়ানিন্দু ফার্নান্দো ১৯ ও সাহান আর্চচিগে ৩০ রান করেন। বাংলাদেশের দুই পেসার রিপন মন্ডল ও রেজাউর রহমান রাজা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মাহফুজুর রহমান রাব্বি ও সাইফ হাসান।