ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাকে ছাড়াই খেলতে হয় বাংলাদেশকে, শেষ ম্যাচেও নেই তিনি। এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাচ্ছে না দল। দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে পাওয়া চোটে আজকের ম্যাচে খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটসম্যানের। এ ছাড়া ওয়েস্ট সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলা হবে না তার। এই সিরিজে খেলা হবে না মুশফিকেরও।
সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেন শান্ত, খেলেন ৭৬ রানের ইনিংস। পরে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি, আর মাঠে নামেননি। তার অবর্তমানে অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। আজকের ম্যাচেও তিনি নেতৃত্ব দেবেন।
এমআরআই করার পর শান্তর চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজ খেলা হবে না বলে দেশে ফিরে আসবেন তিনি। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা এই ক্রিকেটার। দুই সপ্তাহ পর তার চোটের অবস্থা পুনঃমূল্যায়ন করা হবে।
বিসিবির পাঠানো বিবৃতিতে সংস্থাটির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'গতকাল শারজায় একটি শান্তর একটি এমআরআই করানো হয়েছে। আমরা দলের ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। এটা দেখে নিশ্চিত হওয়া গেছে, তার বাম তলপেটে একটি গ্রেড-২ এর স্ট্রেইন আছে।'
'এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে এবং সে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও খেলবে না। দুই সপ্তাহ পর তার অবস্থা পুনঃমূল্যায়ন করা হবে। পুনর্বাসন চালিয়ে যাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবে সে।' যোগ করেন তিনি।
দুবাইয়ে চলমান ওয়ানডে সিরিজ শেষ করে সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজ শুরুর আগে অ্যান্টিগাতে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ম্যাচটি ১৫ নভেম্বর শুরু হবে।
একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর, এই ম্যাচের ভেন্যু জ্যামাইকা। ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ।