বিপিএলের টিকেট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের বুথে ভাঙচুর, অগ্নিসংযোগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। তবে ম্যাচ শুরুর আগে টিকেট না পাওয়ায় ক্ষোভে স্টেডিয়ামের সুইমিংপুল সংলগ্ন ৫ নম্বর গেটের টিকেট বুথে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন দর্শকরা।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকসুদুর রহমান টিবিএসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বিপিএলের টিকেটের অপেক্ষা করেও টিকেট না পেয়ে কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি একটি বুথ ভাঙচুর করেছেন।'
'এখন পরিস্থিতি যথেষ্ট শান্ত। সেনাবাহিনী ও র্যাবের সদস্যসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে,' জানান তিনি। এরপরও অবশ্য দর্শকরা পুরোপুরি শান্ত হননি। পুলিশ সদস্যরা জেরার মুখে পড়েছেন দর্শকদের। নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ সদস্যদের কাছে দর্শকদের প্রশ্ন,টিকেট নিয়ে এমন অবস্থা কেন। কী কারণে টিকেট পাওয়া যাচ্ছে না।
টিকেটের জন্য আজ সকাল থেকে মিরপুরের সুইমিং কমপ্লেক্সসংলগ্ন টিকেট বুথের সামনে অপেক্ষা করছিলেন দর্শকরা। টিকেট না পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বাঁশের বেড়া ধাক্কাতে শুরু করেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান তারা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
কেবল বুথে ভাঙচুর বা অগ্নিসংযোগ করাই নয়, ৫ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছিলেন দর্শকরা। দায়িত্ব পালনরত েএক পুলিশ সদস্য টিবিএসকে বলেন, 'আর্মি সদস্যরা বের হবেন বলে গেট খোলা হয়, তখন অনেক দর্শক টিকেট চাড়াই ঢুকে পড়ে। অবস্থা নিয়ন্ত্রণে আমাদের লাঠিচার্জও করতে হয়েছে। টিকেট ছাড়া ঢুকে পড়া দর্শকদের বের করা হয়।'
উপস্থিত দর্শকদের দাবি, টিকেট নিয়ে খুবই অরাজগতা চলছে। খেলা দেখতে এসে টিকেট না পেয়ে হতাশ সাকলাইন নামের এক দর্শক বলেন,'অনলাইনে টিকেট বিক্রির কথা বলা হলেও টিকেট পাওয়া যাচ্ছে না। বুথ থেকে কয়েকটি টিকেট দিয়েই বলছে আর টিকেট নেই। এখানে টিকেট নেই, কোথাও টিকেট নেই; তাহলে খেলা; দেখবো কীভাবে আমরা!'
টিকেট নিয়ে হাহাকার চললেও গ্যালারিতে সেটার প্রভাব টিক বোঝা যাচ্ছে না। সব টিকেট যদি বিক্রি হয়ে যায় গ্যালারি পূর্ণ থাকার কথা। কিন্তু গ্যালারির অনেক অংশ ফাঁকা পড়ে থাকছে। এটাও দর্শকদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। মেহেদী হাসান নামের আরেক দর্শক বলেন, 'টিকেট বিক্রি হয়ে গেলে তো গ্যালারি ভর্তি থাকবে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে নিশ্চিয়ই কিছু আছে।'
আছে আরও অভিযোগ, সব টিকেট কালোবাজারিদের হতে বলে অভিযোগ করেন দর্শকরা। তারা জানান, বুথ বা অনলাইটে টিকেট না থাকলেও স্টেডিয়ামের বাইরে কালোবাজারিদের হাতে অনেক টিকেট। যা চড়া দামে বিক্রি করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, ৫০০ টাকা মূল্যে টিকেটের দাম ১৫০০ টাকা চাচ্ছেন কালোবাজারিরা। ১ হাজার টাকা মূল্যের টিকেটের দাম হাঁকা হচ্ছে ৩ হাজার।
বিপিএলের এবারের আসর শুরুর আগে থেকেই টিকেট নিয়ে হট্টগোল চলছে। উদ্বোধনী ম্যাচের টিকেট না পেয়ে আগের দিন মিরপুর স্টেডিয়ামের গেটের সামনে ভিক্ষোভ করেন দর্শকরা, যা চলে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত। গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেন উত্তেজিত দর্শকরা। উদ্বোধনী ম্যাচের আগে দুই নম্বর গেট ভেঙে ফেলেন তারা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে দর্শকদের ধাওয়া-পাল্টা ধাওয়াও চলে।