ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
ভারত সফরে দারুণ সময় কাটলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। দাপুটে ক্রিকেট খেলে স্বাগতিক দেশের দুটি দলের বিপক্ষে কেবল জিতেই গেছে তারা। তিন দলের অংশগ্রহণের সিরিজে দারুণ শুরুর পর শেষটা আরও ঝলমলে হলে রাকিবুল হাসানের দলের। ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে বাংলাদেশ যুবারা।
ভারতের দুটি যুব দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে আয়োজন করা হয় সিরিজ। এই সিরিজের ফাইনালে মঙ্গলবার ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ১৮১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজটির কোনো ম্যাচেই হারেনি তারা, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আইস মোল্লা ও আশিকুর জামানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪১.৪ ওভারে ২৩৪ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে নাঈমুর রহমান নয়ন, আশিকুর জমান, মেহরব হাসানদের দারুণ বোলিংয়ে ২১.৩ ওভারে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল। এরপর মুরু হয় নিয়মিত ধারায় উইকেট পতন। যে পতন আর থামাতে পারেনি স্বাগতিক যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন উদয় সাহারান। ১১ রান করেন কৌশল এস তাম্বে। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারেননি। নাঈমুর মাত্র ১৬ রানে ৪ উইকেট নেন। আশিকুর ও মেহরব ২টি করে উইকেট পান। সাকিব নেন একটি উইকেট।
আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশেরও। দলীয় ২ রানেই ওপেনার মাহফিজুর ইসলামকে হারায় তারা। ভালো শুরু করে ইনিংস বড় করতে পারেননি ইফতিখার হোসেন ও নওরোজ প্রান্তিক নাবি। ইফতিখার ১৭ ও প্রান্তিক ২৮ রান করেন। বাংলাদেশের ইনিংস বড় করেন মূলত আইচ মোল্লা ও আশিকুর জামান।
আইচ ৯১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৯৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। আশিকুর ৫৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মোহাম্মদ ফাহিম করেন ১৪ রান। ভারতের ধানুশ গৌড়া ৩টি উইকেট পান। এ ছাড়া ২টি করে উইকেট নেন রবি কুমার, আউম কানাবার ও শাশ্বত দাঙ্গাল।