আবারও হাসপাতালে পেলে
বৃহদান্তের টিউমারের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। ৮১ বছর বয়সী ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানানো হয়েছে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যেই পেলেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, 'তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আগামী কয়েক দিনের মধ্যে পেলেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।' অসুস্থতার কারণে গত সেপ্টেম্বর থেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিয়ে আসছেন পেলে।
শরীরে জটিলতা দেখা দেওয়ার পর গত সেপ্টেম্বরের শুরুর দিকে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান পেলে। সে সময় তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে। কয়েকদিন হাসপাতালে থাকার পর পেলের শরীরে সফল অস্ত্রোপচার করা হয়। এক মাস হাসাপাতালে থাকার পর বাড়ি ফেরেন তিনি।
অস্ত্রোপচারের তিনদিনের মাথায় অবশ্য আইসিউইতে নেওয়া হয় তাকে। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতে না পারায় পেলেকে আইসিউতে নেওয়া হয়। সেবার বেশি সময় থাকতে হয়নি আইসিউতে। কয়েক ঘণ্টার মধ্যেই পেলেকে সরিয়ে নেওয়া হয়।
ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতেন পেলে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জিতেছেন ফুটবলের এই মহা তারকা। দেশের হয়ে ৯২ ম্যাচে সর্বোচ্চ ৭৭ গোলের মালিক তিনি। ফুটবল ক্যারিয়ারে খুম কম ইনজুরিতে পড়া পেলে এই বয়সে বেশ ভুগছেন। দীর্ঘদিন ধরে নিতম্বের সমস্যায় ভোগা পেলে সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না।