স্মরণীয় এই জয় ভুলে যেতে চান মুমিনুল
দীর্ঘ অপেক্ষার পথ পেরিয়ে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটা বাংলাদেশের প্রথম জয়। জয়টি পরম আরাধ্যের, ঐতিহাসিক, স্মরণীয়। কিন্তু ম্যাচের পরপরই মুমিনুল হক জানালেন, এই জয়ের কথা ভুলে যেতে চান তিনি।
নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে মাঠ ছাড়ার পরপরই মাইক্রোফোন ধরা হলো মুমিনুলের সামনে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানালেন তার অনুভূতির কথা। কিন্তু সেই অনুভূতিতে বেশি সময় থাকতে চান না তিনি। এই জয়ের কথা ভুলে ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দিকে মনোযোগ দিতে চান মুমিনুল।
মুমিনুল যখন কথা বলছিলেন, তার মধ্যে ছিল না তেমন উচ্ছ্বাস। যেন আহামরি তেমন কিছু হয়ে যায়নি! তার এই নির্লিপ্ত ভাবের কারণ বোঝা গেল একটু পরই। উচ্ছ্বাসে গা না ভাসিয়ে দ্বিতীয় টেস্টে ভালো করে হয়তো সফরটাকে আরও 'মহিমান্বিত' করার লক্ষ্য তার। মুমিনুল বলেন,'আজ আমি এই জয়ের কথা ভুলে যেতে চাই। ক্রাইস্টচার্চের ম্যাচের দিকে তাকাতে হবে আমাদের।'
এর আগে মুমিনুল কথা বলেন দলের প্রচেষ্টা নিয়ে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'এটা দলীয় প্রচেষ্টা, দলের সবাই এই ম্যাচটি জিততে মরিয়া ছিল। প্রতিটা বিভাগে সবাই অবদান রেখেছে। আমরা এই ম্যাচ জিতেছি বোলারদের কারণে। তারা ঠিক জায়গায় বল করেছে এবং প্রক্রিয়া মানার চেষ্টা করেছে।'
এশিয়ার প্রথম দল হিসেবে ২০১১ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জেতার কীর্তি মুমিনুলদের তৃপ্তি দিচ্ছে। কিন্তু কদিন আগেও যে টেস্টে বাংলাদেশের নাজেহাল অবস্থা ছিল, তার আগের সময়টাও যে ভালো যায়নি: সেটাও মনে করলেন মুমিনুল।
সেই হিসেবে এই জয়টি খুব গুরুত্বপূর্ণ জানিয়ে মুমিনুল বলেন, 'এখানে টেস্ট ম্যাচে আমরা শেষ কয়েকবার ভালো খেলতে পারিনি। সামনে এগিয়ে যাওয়ার জন্য, টেস্ট দলের একটা ঐতিহ্য তৈরি করতে জয়টা দরকার ছিল। সেদিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ।'