সিলেটের ক্যাম্পে আফগানিস্তান দলে নেই রশিদ খান
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টি এই আসরের পর্দা নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি। তবে বিপিএল শেষ হওয়ার বেশ আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে শনিবার আসছে আফগানরা। সিলেটে এক সপ্তাহের ক্যাম্প করতে সিরিজ শুরুর ১০ দিন আগে আসছে সফরকারীরা।
বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে ক্যাম্প করার জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছিল আফগানিস্তান। সিলেটে আফগানদের সেই ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত থাকায় এই ক্যাম্পে থাকবেন না রশিদ খান।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলবেন রশিদ। ২০ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফগান তারকা এই ক্রিকেটারের। জাতীয় দলের এই সিরিজের কারণে পিএসএলের প্লে-অফ খেলা হবে না বর্তমান সময়ের অন্যতম সেরা এই লিগ স্পিনারের। বিপিএলের কয়েকটি দলে আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন। এই আসর শেষে তারা দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি আফগানিস্তান। জানা গেছে ২২ সদস্যের দল নিয়ে বাংলাদেশে আসছে তারা। শুক্রবার বিসিবি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে আফগানরা। এরপর সিলেটের উদ্দেশে সন্ধ্যা ৭টায় রওনা দেবে তারা। দলের সঙ্গে আসছেন না নাজিবউল্লাহ জাদরান, দুবাই থেকে আসবেন তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তাদের। একদিনের কোয়ারেন্টিনের পর প্রতিদিন অনুশীলন করবে সফরকারীরা। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে তাদের।
এরপর চট্টগ্রামে যাবে আফগানরা। বিপিএল শেষ করে চট্টগ্রামে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।
এরপর ঢাকা ফিরবে দুই দল। ৩ মার্চ মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। ৫ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বেলা ৩টায় শুরু হবে।