বিপিএল খেলে বাংলাদেশের বিপক্ষে আফগান দলে কাইস-ফারুকী
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। এক সপ্তাহের ক্যাম্প করতে সিলেটেও চলে গেছে সফরকারীরা। বাংলাদেশে এসে পৌঁছানোর দুদিন পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আফগানিস্তান।
টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলা কাইস আহমেদ ও ফজলহক ফারুকী। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ পেসার নিজাত মাসুদ। জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের।
দুই ফরম্যাটের দলেই আছেন রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান ও ফরিদ আহমেদ মালিক। বাংলাদেশে প্রথমবার খেলতে এসেছেন, এমন কয়েকজন ক্রিকেটার আছেন আফগান দলে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তাদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে তাদের।
এরপর চট্টগ্রামে যাবে আফগানরা। বিপিএল শেষ করে চট্টগ্রামে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।
এরপর ঢাকা ফিরবে দুই দল। ৩ মার্চ মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। ৫ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বেলা ৩টায় শুরু হবে।
আফগানিস্তান ওয়ানডে দল: হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিব জাদরান, শহীদ কামাল, ইকরাম আকিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব-উর-রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমেদ মালিক।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), হযরতুল্লাহ জাজাই, ইসমান ঘানি, দাওরিশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজলহক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।