প্রথমবার বাংলাদেশের ওয়ানডে দলে জয়-এবাদত, নাঈম-সোহান বাদ
আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। ঘরের মাঠের এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও পেসার এবাদত হোসেন।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল থেকে ৬ জন ক্রিকেটার বাদ পড়েছেন। তারা হলেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। ইনজুরির কারণে নেই মোহাম্মদ সাইফুদ্দিন। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদ।
আগামী ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান। ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।
এরপর ঢাকা ফিরবে দুই দল। ৩ মার্চ মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। ৫ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বেলা ৩টায় শুরু হবে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, তাসকিন আহমেদ ও মাহমুদুল হাসান জয়।