দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে সাকিব-তামিম, ওয়ানডেতে এক নতুন মুখ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দল না পাওয়ায় তার টেস্ট খেলা নিয়ে নতুন আলোচনা শুরু হয়। দুদিন আগেই বিসিবি সভাপতি জানান, দক্ষিণ আফ্রিকায় খেলবেন সাকিব। তেমনই হয়েছে, সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিসিবির ঘোষণা করা ১৮ সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল। বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ইনজুরির কারণে কয়েকটি সিরিজে খেলা হয়নি তার। টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।
ওয়ানডে দলে তেমন পরিবর্তন আসেনি। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। এ ছাড়া আগের সিরিজের স্কোয়াডে থাকা সবাই আছেন দক্ষিণ আফ্রিকা সফরের দলে।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। জোহানেসবার্গে পৌঁছে কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে ওয়ানডে দল। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে পরের দুই ওয়ানডে হবে। প্রথম টেস্ট ডারবানে শুরু হবে ৩১ মার্চ। ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম অনিক ও নুরুল হাসান সোহান।